বিহারে সারের সংকটে কৃষকরা বিপাকে পড়েছেন। বিহারে রবি ফসলের জন্য সার প্রয়োজন। কিন্তু কৃষকরা সার পাচ্ছেন না। কৃষকরা সারারাত লাইনে দাঁড়িয়েও সার কিনতে পারছেন না ।
ট্যুইট করে সারের অভাব নিয়ে নীতীশ কুমারকে তীব্র আক্রমন করেছেন লালু প্রসাদ যাদব । টুইট করে তিনি বলেন – বিহারে সার নেই। কৃষকরা হুমড়ি খেয়ে পড়ছে। ডাবল ইঞ্জিন সরকার নাকে তেল দিয়ে, চোখ বেঁধে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। এরাই কৃষকদের সবচেয়ে বড় শত্রু। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য তো দূরের কথা তারা সারও দিতে পারছে না।
লালু প্রসাদ যাদব একটি ভিডিও রিটুইট করেন। তিনি যে ভিডিওটি রি-টুইট করেছেন তাতে দেখা যায়, সারের জন্য কৃষকরা রাস্তা অবরোধ করেছে। ভিডিও নিয়ে এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করেছেন লালু প্রসাদ যাদব। এর আগে এই ভিডিওটি টুইট করে RJD লিখেছিল – বিহারের কৃষকরা সারের জন্য রাত থেকেই গুদামের বাইরে দাড়িয়ে আছেন । ভুলবশত কেউ যদি অহংকারী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিজের অজান্তেই প্রশ্ন করে, তবে তিনি একই উত্তর পাবেন – “এ বিষয়ে আমার কিছু জানা নেই! আমরা খুঁজে বের করব!"
সারের ঘাটতির বিষয়টি লোকসভায় উত্থাপন করেছিলেন সুপল থেকে জেডিইউ সাংসদ দিলেশ্বর কামাত। অন্যদিকে, সারের ঘাটতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, রাজ্যে সারের ঘাটতি আছে ,এ বিষয় নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় সরকারের সাথে এই বিষয়ে কথা বলেছি। কেন্দ্র থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যে পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।
আরও পড়ুন
৩১ বছর পর আবার চালু হচ্ছে গোরখপুরের সার কারখানা
রান্নার জ্বালানিতে ভর্তুকি দিতে নারাজ কেন্দ্র, স্পষ্ট সরকারের জবাবেই
Share your comments