শীতের শেষ হতে না হতেই তিস্তার জল কমে যেতে শুরু করেছে। আর এই সময় মৎস্য চাষিরা মাছ ধরতে যাচ্ছে নদীতে। আর মাছ ধরতে গিয়েই আজ হল মিরাক্কেল। চাষিদের জালে ধরা পড়ল একটি বিশালাকার মাছ। মাছের ওজন কত জানেন? প্রায় ৩৬ কেজি। আজ সকালেই জেলেদের জালে ধরা পড়ল ৩৬ কেজির মহাশোল।
প্রতিদিনের মতই আজকেও তিস্তা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। কিছুক্ষন জাল ফেলে রাখার পরই তারা টান অনুভব করেন। তারপর কিছুক্ষন অপেক্ষার পরই উঠে আসে এই দৈত্যাকার মাছ। সঙ্গে সঙ্গেই মাছটিকে জলপাইগুড়ির স্টেশন বাজারে নিয়ে যাওয়া হয়। মাছ দেখতে রীতিমত মানুষের ভিড় নামে স্টেশন বাজারে। এর আগে এত বড় এবং এত ওজনের শোলমাছ তিস্তা নদীতে কবে ধরা পড়েছিল কারোর ঠিক মনে নেই।
জলপাইগুড়ির স্টেশন বাজারে এই মাছ নিয়ে আসার পর নিলামের প্রক্রিয়া শুরু হয়। রাজেশ শা নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী ১৮ হাজার টাকা দিয়ে এই মাছটি কিনে নেন। রবিবারের বাজারে এই মাছ ৮০০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন তিনি। হিসাব করলে এই মাছ থেকে তিনি ২৮ হাজার টাকা লাভ করতে পারবেন আজকে।
Share your comments