রাজ্যের সরকারি কলেজে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে | মাধ্যমিক পাশ থাকলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন | লিখিত পরীক্ষা নয়, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবে | নিয়োগ করা হবে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে | নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে |
পদের নাম (Designation):
ডাটা এন্ট্রি অপারেটর (গ্রুপ সি )
শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং সার্টিফিকেট ইন কম্পিউটার এপ্লিকেশন কোর্স করে থাকতে হবে |
পদের নাম (Designation):
ল্যাব এটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে | উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও আবেদন করতে পারেন |
আবেদন পদ্ধতি (Application process):
এই পদগুলির জন্য আলাদা করে আবেদন করতে হয়না | ইন্টারভিউ-র দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে |
ইন্টারভিউ তারিখ ও সময় (Interview date and time):
১৫/৬/২১ তারিখ, সকাল ১১ টা | ইন্টারভিউ হবে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের ঠিকানায় |
কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে (Required Documents):
১) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতকের মার্কশিট |
২) বয়সের প্রমাণপত্র |
৩) কম্পিউটার কোর্স ও কাজের সার্টিফিকেট |
৪) সেলফ এটাস্টেড করা পাসপোর্ট সাইজ ফটো |
৫) সমস্ত ডকুমেন্টসের ওপর সেলফ এটাস্টেড করতে হবে |
আরও পড়ুন - Spices Board Recruitment 2021: রাজ্যের মশলা গবেষণা কেন্দ্রে চলছে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন
আবেদনপত্রের ফরম্যাট ডাউনলোড করার লিংক:
www.wbhealth.gov.in এবং www.nbmch.ac.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে |
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক (Official Notification):
https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/19081.pdf
নিবন্ধ: রায়না ঘোষ
আরও পড়ুন - Indian Railway Recruitment - চাকরির বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান রেলওয়ে, দেখুন আবেদন পদ্ধতি
Share your comments