বহাল রইল হাইকোর্টের নির্দেশ, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট ,প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার

KJ Staff
KJ Staff
photo: Subhashish Panigrahi

কৃষিজাগরন ডেস্কঃ সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। সেই আবেদনের প্রেক্ষিতেই আজ শুনানি হয় সুপ্রিম কোর্টে। 

বিচারপতি বিভি নাগরত্না এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চের তরফে পর্যবেক্ষণে বলা হয়, ভোটে কোনও ধরনের অশান্তি কাম্য নয়। অতীতে বাংলায় ভোটের সময় হিংসা দেখা গিয়েছে। এই অবস্থায় হাই কোর্ট পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী দিয়েছিল।রাজ্যের তাতে অসুবিধা কোথায়,এমনই প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে।

আরও পড়ুনঃ নাম পরিবর্তন করে নেহরু মিউজিয়াম হল 'প্রধানমন্ত্রী মিউজিয়াম'

এর আগে মহামান্য হাইকোর্টের নির্দেশ ছিল, নির্বাচন কমিশনের ভয়মুক্ত পরিবেশে ভোট করানো উচিত। কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। রাজ্য পুলিশের ঘাটতিও রয়েছে। তাই পর্যাপ্ত নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে। কেন্দ্র সরকারের উচিত রাজ্য যা বাহিনী চাইবে তার ব্যবস্থা করা। মোট সাতটি জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করে দিয়েছেল আদালত। তবে এবার শুধু স্পর্শকাতর জেলা নয়। পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যেই মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুনঃ জাতীয় রোজগার মেলায় ৭০ হাজার নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে প্রথম থেকেই সরব বিরোধীরা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন-পর্ব ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় রক্তপাত, বোমাবাজি, সংঘর্ষের ঘটনা ঘটেছে।এই আবহে সুপ্রিম কোর্টের এই রায় বিরোধিদের পালে যে যথেষ্ঠ হাওয়া দেবে তা বলাই বাহুল্য  

Published On: 20 June 2023, 04:01 PM English Summary: High Court's order upheld, Panchayat polls with central forces, State Election Commission in the face of questions

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters