টেন্ডার ছাড়াই জনসমক্ষে গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। বেআইনি ভাবে গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে কোন্দলের সৃষ্টি হয়েছে। না আছে টেন্ডার, না আছে বন দপ্তরের অনুমতি পূর্বস্থলীর দোগাছিয়া পঞ্চায়েত এলাকায় ইটভাটার কাছে চলছে দেদার গাছ কাটা। এই ঘটনার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।
মিডিয়া সুত্রে খবর, এই ঘটনাকে কেন্দ্র করে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি কর্মীরা। জানা গিয়েছে দোগাছিয়া পঞ্চায়েত এলাকার মোদাফর থেকে ভাতুরিয়া যাওয়ার রাস্তার পাশের গাছ গুলি কেটে নেওয়া হচ্ছে কোনো রকম টেন্ডার বা বনদফতরের অনুমতি ছাড়াই। বিরোধীদের বক্তব্য আগেও জেলার বিভিন্ন এলাকায় পঞ্চায়েত থেকে একাধিক জায়গায় বেআইনি ভাবে গাছ কেটে নেওয়া হয়েছে। আর গাছ কাটার টাকা পঞ্চায়েত তহবিলে জমা না দিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে। এক্ষেত্রে ব্লক প্রশাসনের কাছে তদন্ত চেয়ে অভিযোগ করেছে বিরোধীরা।
আরও পড়ুনঃ নাড়ার আগুনে ভস্মীভূত ১৬ বিঘা জমির পাকা ধান, ক্ষতি প্রায় চার লক্ষ টাকার..
এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। এছাড়াও ক্ষতিয়ে দেখা হবে কি কি ধরনের গাছ কাটা হয়েছে। তবে পুরো ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন তৃণমূলের একাংশ। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানান, রাস্তার ধারে যে দুটি গাছ কাটা হয়েছে সেই গাছ দুটি মৃত গাছ, এমনকি রাস্তার ধারে অতন্ত বিপদজনক অবস্থায় দাঁড়িয়েছিল। আর সে কারনেই কাটা হয়েছে গাছ দুটিকে।
Share your comments