আজ গোটা বিশ্বের চোখ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দিকে। আজ নিজেকে আগামি ৪ বছরের জন্য বিশ্বসেরার তকমায় রাখার লড়াই টিম ভারত ও অস্ট্রেলিয়ার। ১৪০ কোটি ভারতীয়দের চোখ আজ ভারতের দিকে। আপাতত ১০ টি ম্যাচের মধ্যে ১০ টিই জিতেছে ভারত। তাই জয়ের রথে চড়ে টিম ইন্ডিয়ার মনোবল আজ তুঙ্গে। সকলের প্রার্থনা আজ ভারতের জন্য। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে চলছে পুজা এবং যজ্ঞ। টিম ইন্ডিয়ার জয়ের জন্য বেনারসে বিশেষ আরতি করা হয়েছিল।
আরও পড়ুনঃ 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’ স্পনসর করে কৃষকদের পাশে দাঁড়াল FMC কর্পোরেট
দেশের সমস্ত মহল থেকে ভারতের জন্য অভিনন্দন জানানো হচ্ছে। কংগ্রেস X-এ সোনিয়া গান্ধীর একটি ভিডিও বার্তা পোস্ট করেছে । সোনিয়া বলেছেন, “ বিশ্বকাপে খেলা এবং টিমওয়ার্কের জন্য আমি টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের অভিনন্দন জানাই। আপনারা ক্রমাগত সমগ্র দেশকে আনন্দ ও গর্বের মুহূর্ত দিয়েছেন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পর্যন্ত আপনাদের যাত্রা একতা, পরিশ্রম ও সংকল্পের বার্তা দিয়েছে। এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে আমার অভিনন্দন।”
একই সঙ্গে টিম ইন্ডিয়ার জয় কামনা করেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তিনি বলেন, 'পুরো দেশ, ১৪০ কোটি মানুষ আপনার জয়ের জন্য প্রার্থনা করছে।' অন্যদিকে, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, 'আমি আশা করি ভারত বিশ্বকাপ ট্রফি জিতবে। আমাদের খেলোয়াড়রা ফর্মে আছে এবং প্রতিটি ম্যাচেই পারফর্ম করছে।
এদিকে রজনীকান্ত বলেছেন তিনি ১০০ শতাংশ সিয়র যে এবার বিশ্বকাপ উঠবে ভারতের হাতে। এদিকে আহমেদাবাদ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ফাইনালের জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 6000 এর বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই এই মুহূর্তের সাক্ষী হতে আমেদাবাদ পৌঁছেছেন শচীন তেন্ডুলকর এবং সারা। উপস্থিত হয়েছেন কপিল দেব। দেখা গেছে দীপিকা এবং রণবীর সিং কেও।
আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জানিয়েছেন যে আজ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস। এছাড়াও স্টেডিয়ামে এক লাখের বেশি দর্শকের আনাগোনা এবং অনেক সেলিব্রিটিদের উপস্থিতির জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় রয়েছে গুজরাট পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF), হোমগার্ড কর্মীরা।
Share your comments