Indian Oil Recruitment - ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জারি করল চাকরির বিজ্ঞপ্তি, জানুন আবেদন পদ্ধতি

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – এই পাঁচটি বিভাগে সংস্থায় যোগদানের জন্য কর্মবিজ্ঞপ্তি জারি করেছে।

স্বপ্নম সেন
স্বপ্নম সেন
Job Post
IOCL Recruitment, 2021 (Image Credit - Google)

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – এই পাঁচটি বিভাগে সংস্থায় যোগদানের জন্য কর্মবিজ্ঞপ্তি জারি করেছে। 

কিছু প্রার্থীকে অ্যাপ্রেন্টিসসিপ আইন, ১৯৬১ অনুসারে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারস (GAE) হিসাবে নিয়োগের জন্য বেছে নেওয়া হবে। এই সকল প্রার্থীদের একক পরিমাণ মাসিক উপবৃত্তি দেওয়া হবে এবং অ্যাপ্রেন্টিসসিপ চলাকালীন সময়ে তাদের সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে, তারা কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে পারে এবং পদ অনুযায়ী বেতন ধার্য করা হবে।

কীভাবে আবেদন করবেন (Application Procedure) -

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ২৬ শে জুলাই পর্যন্ত তা চলবে। আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল সাইটে পোস্ট করা বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কারা আবেদন করতে পারবেন (Eligibility) -

  • কেবলমাত্র ভারতীয় নাগরিকরা আবেদনের যোগ্য

  • আবেদনকারীদের অবশ্যই গেট ২০২১ (GATE 2021) এ কোয়ালিফায়েড হতে হবে

  • প্রার্থীর সর্বাধিক বয়স ২৬ বছর হতে হবে (সাধারণ এবং EWS বিভাগের জন্য)

যোগ্যতা -

প্রার্থীদের অবশ্যই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং –এর মধ্যে যে কোন একটি শাখা থেকে GATE 2021 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মনে রাখবেন, পূর্ববর্তী বছরের গেট-এর মার্কস গ্রহণযোগ্য নয়।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) -

বি.টেক / বি.ই. /সমতুল্য কোর্স AICTE/UGC স্বীকৃত কোন প্রতিষ্ঠান / কলেজ / বিশ্ববিদ্যালয় থেকে উল্লিখিত বিভাগের - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য ।

পারিশ্রমিক (Remuneration) -

ইঞ্জিনিয়ার / অফিসার পদে নির্বাচিত প্রার্থীরা প্রারম্ভিক বেতন পাবেন Rs ৫০,০০০ / - প্রতিমাসে। পরবর্তীকালে পদ এবং যোগ্যতার উপর নির্ভর করে বেতন ধার্য করা হবে ৫০,০০০/- থেকে ১,৬০,০০০/- পর্যন্ত।

আবেদনের শেষ তারিখ -

আবেদনের শেষ তারিখ ২৬ শে জুলাই, ২০২১

অনলাইনে কিভাবে আবেদন করবেন (How to Apply) -

প্রথমে অফিসিয়াল সাইটে লগ ইন করুন - https://iocl.com/

  • হোম পেজে চয়ন করুন - 'What's New'

  • এরপর ক্লিক করুন – Recruitment of Engineers/Officers and Engagement as Graduate Apprentice Engineers in IOCL through GATE-2021

  • উপরে উল্লিখিত অপশন চয়ন করলে আপনার সামনে একটি নতুন পেজ প্রদর্শিত হবে।

  • এখানে চয়ন করুন 'New Registration', এই অপশনটি চয়ন করলেই আপনার নিবন্ধকরন সম্পন্ন হবে।

আরও পড়ুন - Sansad Television Recruitment 2021: লোকসভা টিভিতে নিয়োগ চলছে, দেখুন বিস্তারিত তথ্য

অধিক তথ্যের জন্য লগ ইন করুন –

https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index

আরও পড়ুন - Income Tax Department Recruitment: আয়কর দপ্তরের চাকরির সুযোগ, মাধ্যমিক পশে আবেদন করুন

Published On: 11 July 2021, 07:29 PM English Summary: Indian Oil Corporation has issued job advertisement, know the application procedure

Like this article?

Hey! I am স্বপ্নম সেন . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters