দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), একটি সরকারী ব্যাংক, যা অন্যতম বৃহৎ নিয়োগকারীও। সম্প্রতি, এসবিআই ঘোষণা করেছে যে, এই বছর তারা ১৪ হাজার প্রার্থী নিয়োগের পরিকল্পনা ব্যবসা প্রসারের উদ্দেশ্যে।
এই মর্মে সম্প্রতি স্পেশালিস্ট ক্যাডার অফিসার এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই পর্যায়ে মোট ৯২টি শূন্যপদে নিয়োগ করছে এসবিআই। এগুলির মধ্যে কয়েকটি চুক্তিভিত্তিক এবং কয়েকটিতে নিয়োগ হবে নিয়মিত ভিত্তিতে।
এসবিআই এসও নিয়োগ (SBI SO Recruitment, 2020) -
এসবিআই এসও নিয়োগ ২০২০-র বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিগত ১৭ ই সেপ্টেম্বর, ২০২০। এই পদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ১৮ ই সেপ্টেম্বর থেকে।
আবেদন পদ্ধতি -
সূত্র অনুযায়ী জানা গেছে, ‘এসবিআই স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার’ পদে নিয়োগের ক্ষেত্রে ৯২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ হবে অনলাইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। স্নাতক থেকে শুরু করে এমবিএ সকলেই আবেদণ করতে পারবেন পদের যোগ্যতা অনুযায়ী।
অনলাইনে আবেদন জানানোর অন্তিম সময়সীমা - ৮ ই অক্টোবর, ২০২০
সাক্ষাৎকারের তারিখ: পরবর্তীতে জানানো হবে
শূন্যপদের বিবরণ -
এসবিআই স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য মোট শূন্যপদ রয়েছে ৯২ টি। ডেপুটি ম্যানেজার, রিটেল প্রোডাক্টস, ডেটা ট্রেনার, ডেটা ট্রান্সলেটর, পোস্ট ডক্টরাল ফেলোশিপ, ডেটা প্রটেকশন অফিসার, ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট), রিস্ক স্পেশালিস্ট ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
বয়স সীমা -
ডেপুটি ম্যানেজার- ২৫-৪০ বছর
ম্যানেজার (রিটেল প্রোডাক্টস) - ২৫-৩৫ বছর
ডেটা ট্রেনার- ৩৮ বছর
ডেটা ট্রান্সলেটর- ৪০ বছর
পোস্ট ডক্টরাল ফেলোশিপ- ৪০ বছর
ডেটা প্রোটেকশন অফিসার- ৫৫ বছর
ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট)- ২৪-৩২ বছর
ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট)- ২৬-৩৫ বছর
ডেপুটি ম্যানেজার (সিস্টেম অফিসার)-২৪-৩২ বছর
রিস্ক স্পেশালিস্ট- ২৫-৩০ বছর
বিশদ তথ্যের জন্য ক্লিক করুন - https://www.sbi.co.in/web/careers/current-openings এই লিঙ্কে
Image source - Google
Related link - (UGC Net Exam) ইউজিসি নেট পরীক্ষা ২০২০: নতুন ডেট ২৪ শে সেপ্টেম্বর
Share your comments