কেরালার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে কেরালা সরকার কৃষি জাগরণ ও এগ্রিকালচার ওয়ার্ল্ড -এর প্রধান মিঃ এমসি ডোমিনিক (ব্যবস্থাপনা পরিচালক, ডিএসআর এগ্রি) -কে মিডিয়া এন্টারপ্রেনারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানকার অনেক গণ্যমান্য ব্যাক্তিত্ববর্গ।
কেরালা সরকারের তরফ থেকে তাঁকে সম্মানিত করার সাথে সাথে মন্তব্য করা হয়, ‘গত ২৫ বছর ধরে এম সি ডমিনিক ভারতীয় কৃষকদের জন্য যেভাবে পথপ্রদর্শক রূপে কাজ করে আসছেন, তা সত্যই প্রশংসনীয়'। তাঁর সংস্থা থেকে ১২ টি ভাষায় প্রকাশিত হওয়া কৃষি ম্যাগাজিন, যা এক কোটিরও বেশি লোকের কাছে গৃহীত- এর জন্য তাঁর প্রভূত প্রশংসা করেছে কেরালা সরকার।
মিঃ ডোমিনিকের অবিচ্ছিন্ন প্রচেষ্টায় আজ কৃষি জাগরণ ভারতের একটি সুপরিচিত এবং স্বীকৃত কৃষি মিডিয়া হাউস রূপে স্বীকৃতি লাভ করেছে। কৃষি জাগরণ পত্রিকা ১২ টি ভাষায় প্রকাশিত হয় (হিন্দি, পাঞ্জাবী, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলেগু, বাংলা, অসমিয়া, ওড়িয়া, তামিল, মালায়ালাম)। কৃষি জাগরণ এবং এগ্রি কালচার ওয়ার্ল্ড (ইংরেজি) ভারতের বৃহত্তম প্রচারিত গ্রামীণ ম্যাগাজিন যার পাঠকসংখ্যা প্রায় ১২ মিলিয়ন। এছাড়াও, হিন্দি, ইংরেজি, তামিল, পাঞ্জাবি, মালায়ালাম, ওড়িয়া সহ ৯ টি আঞ্চলিক ভাষায় এর পোর্টাল রয়েছে।
স্বপ্নম সেন ([email protected])
Share your comments