
বাংলার কৃষক ও কৃষিকাজে যুক্ত মানুষেরা এবার সহজেই কৃষি সংক্রান্ত খবর গুলি পাবেন বাংলায় কৃষি জাগরণের নিউজ পোর্টাল থেকে। ২৭ শে মার্চ ২০১৮ তারিখে কৃষি জাগরণের চিফ এডিটর শ্রী এম সি ডমিনিক ও কৃষি জাগরণ বাংলার সম্পাদক ডঃ পরিতোষ ভট্টাচার্য এর উপস্থিতিতে বাংলার প্রথম কৃষি বিষয়ক নিউজ পোর্টাল Bengali.krishijagran.com উদ্বোধন করা হল।
এবার থেকে এক ক্লিকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন চাষের পদ্ধতি, চাষের যন্ত্রপাতি, নতুন ফসল, বীজ, উদ্ভিদ বিদ্যা সম্বন্ধীয় তথ্য। সাথে থাকছে বিজ্ঞান ভিত্তিক চাষের খবর, নতুন নতুন গবেষণার খবর। এতদিন ডিজিটাল প্ল্যাটফর্মে কৃষি জাগরণের হিন্দি, ইংরাজি, তামিল, এই তিনটি ভাষাতে সারা ভারতের চাষের খবর পাওয়া যেত, এবার যুক্ত হল বাংলা। এই নতুন পোর্টাল টি আপনাকে উন্নততর কৃষিকাজের দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে বলে আশা করা যায়।
Share your comments