মাহিন্দ্রা ট্র্যাক্টর 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'-র দ্বিতীয় দিনেও কৃষকদের উত্তেজনা তুঙ্গে

দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভারতের প্রথম কোনো কৃষি অ্যাওয়ার্ড 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'।আজ তার দ্বিতীয় দিন।কৃষি জাগরনের

KJ Staff
KJ Staff

কৃষিজাগরন ডেস্কঃ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভারতের প্রথম কোনো কৃষি অ্যাওয়ার্ড 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'।আজ তার দ্বিতীয় দিন।কৃষি জাগরনের পক্ষ থেকে অনুষ্ঠানের সময় সূচি প্রকাশ করা হয়েছে।সময় সূচি অনুযায়ী আজ অনুষ্ঠানের শুরুতে আসতে চলছেন উন্নয়ন ও ভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

এরপর কৃষিতে মহিলাদের অবদান নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।সেখানে উপস্থিত থাকবেন সিমরিত কৌর, অধ্যক্ষ, শ্রীরাম কলেজ অফ কমার্স, ঢাবি। সুমন শর্মা, কৃষক, এসএইচজি ।নীলম প্যাটেল, সিনিয়র উপদেষ্টা, কৃষি, নীতি আয়োগ। সৌরভ কুমার পান্ডে, পরিচালক, আইএসএবি।

আরও পড়ুনঃআজ কৃষকই খাদ্য দাতা, আগামীকালকে জ্বালানি দাতা বলা হবে, শীঘ্রই কৃষকদের তৈরি জ্বালানি দিয়ে বিমান চালানো হবে- কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি

এরপর সন্ধ্যে ৬.৩০ মিনিটে কৃষিতে সম্পদ সৃষ্টির বিষয়ে সাংসদদের  দৃষ্টিভঙ্গি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানা দেশের বিভিন্ন রাজ্যের সাংসদরা হাজির থাকবেন।রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও এই আলোচনা সভায় অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।

প্রশঙ্গত, মাহিন্দ্রা ট্র্যাক্টর 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'-ভারতীয় কৃষকদের অসাধারণ সাফল্যগুলি তুলে ধরছে। যে কৃষকরা শুধু তাদের আয়ই দ্বিগুণই করেনি, বরং তাদের হার না মানা প্রচেষ্টা এবং উদ্ভাবনী কৃষি দক্ষতার মাধ্যমে যাঁরা কৃষি জগৎতের মুখ হয়ে উঠেছেন,তাঁদের এই পুরষ্কারের মাধ্যমে সম্মানিত করা হবে।

আরও পড়ুনঃ আমি কৃষকের সন্তান,আমি গর্বিতঃসতীশ তিওয়ারি

দিল্লিতে অনুষ্ঠিত ভারতের প্রথম কোনো কৃষি অ্যাওয়ার্ড 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'-এর প্রথম দিনে কৃষকদের উন্মাদনা ছিল চোখে পরার মত।আজ তার দ্বিতীয় দিন। এর আগে ভারত তো বটেই বিশ্বের ইতিহাসেও এমন নজির নেই বললেই চলে।তাই এই পুরষ্কার নিয়ে কৃষকদের মধ্যেও উত্তেজনা চরমে পৌঁছেছে।বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। টানা তিন দিন এই অনুষ্ঠান চলবে দিল্লির পুসা গ্রাউন্ডে।প্রত্যেক দিন পাঁচটি করে সভার আয়োজন করা হয়েছে।  

Published On: 07 December 2023, 12:16 PM English Summary: Mahindra Tractors Farmers' Millionaire Farmer of India Awards 2023 Day 2

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters