কৃষকদের জন্য় শুরু হচ্ছে নতুন প্রকল্প, নির্দেশিকা জারি করল রাজ্য় সরকার

রাজ্য়ে সরকারের এই সাফল্য় তুলে ধরতে বিশেষ ধরনের প্রচার অভিযান চালানো হবে । যাতে আরও বেশি সংখ্য়ক মানুষ এই প্রকল্পগুলির সুবিধা নিতে পারেন । আগামী বুধবার থেকে বিশেষ প্রচার অভিযান শুরু হবে .......

Saikat Majumder
Saikat Majumder
নবান্ন

বাংলার মসনদে তৃতীয়বার ক্ষমতায় আসীন হওয়ার পর উন্নয়নের পথেই যে বাংলা হাঁটবে , তা প্রমাণ মরিয়া তৃণমূল সরকার ।'বাংলা উন্নয়নের পথে' কর্মসূচির মাধ্যমেই কৃষকবন্ধু সহ একাধিক প্রকল্পের সুবিধা আরও বেশি করে কৃষকদের  কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সরকার ।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিনব কর্মসূচি পালন করার জন্য কৃষি দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । উল্লেখ্য, এই রাজ্যের প্রায় ৭৮ লক্ষ কৃষক আর্থিক অনুদান পান 'কৃষকবন্ধু' প্রকল্পের মাধ্য়মে ।

২১ মে থেকে ফের 'দুয়ারে সরকার' চালু হলে কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে । নির্দেশিকা অনুসারে, আগামী ৬ জুনের মধ্যে কৃষকবন্ধু প্রকল্পে নতুন আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করতেই হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী জুন মাস থেকে কৃষকবন্ধু প্রকল্পের জন্য বছরের প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হবে । খরিফ ও রবি মরশুমের আগে মোট দুটি কিস্তিতে কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়।

আরও পড়ুনঃ অবশেষে পদত্য়গ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

রাজ্য়ে সরকারের এই সাফল্য় তুলে ধরতে বিশেষ ধরনের প্রচার অভিযান চালানো হবে । যাতে আরও বেশি সংখ্য়ক মানুষ এই প্রকল্পগুলির সুবিধা নিতে পারেন । আগামী বুধবার থেকে বিশেষ প্রচার অভিযান শুরু হবে ।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় অশনির কারনে আগাম আম পারতে হচ্ছে ,ক্ষতির আশঙ্কা কৃষকদের

ট্যাবলো ও শোভাযাত্রাও বের করা হবে। জেলা, ব্লক ও মহকুমা স্তরে কমপক্ষে একটি করে ট্যাবলো রাস্তায় নামাতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই সমস্ত ট্যাবলো ও শোভাযাত্রা থেকে মাইকে করে রাজ্য সরকারের সাফল্য ও সরকারি প্রকল্পগুলির প্রচার করা হবে। সেই সঙ্গে জোরকদমে পথনাটিকা, বাউল গান, লোকসঙ্গীতের মাধ্যমে রাজ্যের সরকারের সাফল্যও সাধারণ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।

Published On: 10 May 2022, 11:41 AM English Summary: New projects are being started for the farmers, the state government has issued guidelines

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters