NIV Recruitment 2021: আইসিএমআর ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

বিভিন্ন (HR) পদের জন্য নিয়োগ করবে আইসিএমআর (ICMR)- ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি (National Institute of Virology) পুণে। তবে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের পুরোপুরি চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। শর্ট টার্ম রিসার্চ প্রজেক্টের জন্য তাঁদের নিয়োগ করা হবে।

রায়না ঘোষ
রায়না ঘোষ
NIV recruitment 2021 (image credit- Google)

বিভিন্ন (HR) পদের জন্য নিয়োগ করবে আইসিএমআর (ICMR)- ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি (National Institute of Virology) পুণে। তবে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের পুরোপুরি চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। শর্ট টার্ম রিসার্চ প্রজেক্টের জন্য তাঁদের নিয়োগ করা হবে। ইচ্ছুকরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যেতে পারে। মোট দুটি ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

গুরুত্বপূর্ণ তথ্য(Important information):

একাধিক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রত্যেকের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে অবস্থান/রিজার্ভেশন UR এবং সংরক্ষিত ক্যাটাগরির জন্য আবেদনকারী প্রার্থীদের একটি পদের অধীনে থাকতে হবে | বয়স-র ছাড় পাওয়া যাবে ICMR এর নির্দেশিকা অনুযায়ী। SC/ST/OBC প্রার্থীরা নির্দিষ্ট নীতি অনুযায়ী বয়সের ছাড় পাবে |কোনো সরকারি বিভাগ / সংস্থার অধীনে থাকা ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করার যোগ্য নয় |

পদের নাম(Designation):

প্রজেক্ট রিসার্চ বিজ্ঞানী-V

প্রজেক্ট রিসার্চ বিজ্ঞানী-I

প্রজেক্ট রিসার্চ বিজ্ঞানী-IV

প্রজেক্ট সিনিয়র রিসার্চ ফেলো

আরও পড়ুন -Bangladesh Agriculture: কৃষকদের স্বার্থে বাংলাদেশে চালু হলো "কৃষিবান্ধব নীতি"

প্রজেক্ট জুনিয়র রিসার্চ ফেলো

প্রজেক্ট রিসার্চ অ্যাসোসিয়েট

প্রজেক্ট ইকনোমিস্ট এভোলিউশন

 প্রজেক্ট নার্সিং সাপোর্ট-II

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-III

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-II

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-I

শূন্যপদ(Vacancy):

মোট শূন্যপদ ৫৩টি

আবেদনের শেষ তারিখ(Last date):

১৩ অগাস্ট ২০২১ বিকেল ৪টের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। তা না হলে আবেদন গৃহীত নাও হতে পারে। এবং হার্ড কপি না পৌঁছলে অনলাইনে করা আবেদনও গৃহীত হবে না।

আবেদনপত্রের ঠিকানা:

এই শূন্যপদগুলির জন্য শুধু অনলাইনে আবেদন করলেই হবে না। অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে সেই আবেনপত্র প্রিন্ট করাতে হবে। এবং সেখানে নিজের সই করে পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির অফিসে পাঠাতে হবে। যে ঠিকানায় ওই আবেদনপত্র পাঠাবেন সেটি হল- ICMR-National Institute of Virology, 20-A, Dr. Ambedkar Road, P B No. 11, Pune-411001

আবেদনের নোটিফিকেশন দেখার লিংক:

https://niv.co.in/career/ICMR_NIV_Project_HR_Advt.pdf

অফিসিয়াল ওয়েবসাইটের লিংক:

https://www.icmr.gov.in/

আরও পড়ুন - Peace Lily Farming: ঘরের সৌন্দর্য বাড়াতে রাখুন পিস লিলির গাছ

Published On: 02 August 2021, 11:41 AM English Summary: NIV Recruitment 2021: Notice of recruitment published in ICMR National Institute of Virology

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters