১৬৬৪টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর-মধ্য রেলওয়ে (North Central Railway) | আবেদন করা যাবে অনলাইনে | RRC NCR-এর অফিসিয়াল ওয়েবসাইট https://rrcpryj.org/ -তে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে | মাধ্য়মিক পাশ করা প্রার্থীরাও এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন। অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১ অনুযায়ী, বাছাই করা প্রার্থীদের অর্থাৎ অ্যাপ্রেন্টিসদের উত্তর-মধ্য রেলওয়ে কর্তৃক প্রশিক্ষণ দেওয়া হবে। ১ বছরের ট্রেনিং চলবে এবং ট্রেনিং চলাকালীন প্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে |
পদের নাম(Designation):
ট্রেড ওয়েল্ডার, ওয়্যারম্যান ও কারপেন্টার পদে নিয়োগ হবে।
শূন্যপদ(Vacancy):
মোট ১৬৬৪টি শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় রেলের উত্তর-মধ্য ডিভিশন।
আবেদনের তারিখ(Last date):
RRC NCR-এর অফিসিয়াল ওয়েবসাইট https://rrcpryj.org/ -তে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে অগস্ট মাসের ২ তারিখে, চলবে সেপ্টেম্বর ১, ২০২১ পর্যন্ত।
আরও পড়ুন -Soil Health Card Scheme: দ্বিগুন আয় পেতে চাষের আগে মাটির স্বাস্থ্য যাচাই করা বাঞ্চনীয়
আবেদনের যোগ্যতা(Educational qualification):
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যেতে পারে। তবে, ২ ক্ষেত্রেই থাকতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। তবে, ট্রেড ওয়েল্ডার, ওয়্যারম্যান ও কারপেন্টার পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই হবে। এক্ষেত্রে সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা NCVT/SCVT প্রদত্ত ITI সার্টিফিকেট লাগবে।
বয়স(Age):
আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফিস(Fees):
জেনেরাল ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য ১০০ টাকা করে দিতে হবে। SC/ST/PWD বা মহিলা আবেদনকারীদের ফি বাবদ কোনও টাকা দিতে হবে না।
আবেদন পদ্ধতি(Application procedure):
RRC NCR-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://rrcpryj.org/ যেতে হবে | প্রার্থীদের নিজেদের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে | অবশ্যই ইমেইল-আইডি ও সঠিক ফোন নম্বর দিতে হবে |
অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক:
https://rrcpryj.org/Downloads/Notification-Act-Apprentice-English.pdf
আরও পড়ুন -KMC Recruitment: নিয়োগ চলছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে, দেখুন বিস্তারিত তথ্য
Share your comments