সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ নিতে টিকিট কাটা যাবে অনলাইনে

এবার সরকারি হাসপাতলের আউটডোরে লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে টিকিট কেটে রোগী দেখানোর দিন শেষ হচ্ছে। এবার বাড়িতে বসে নিজের স্মার্ট ফোন থেকেই কাটতে পারবেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরের টিকিট।

KJ Staff
KJ Staff

এবার সরকারি হাসপাতলের আউটডোরে লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে টিকিট কেটে রোগী দেখানোর দিন শেষ হচ্ছে। এবার বাড়িতে বসে নিজের স্মার্ট ফোন থেকেই কাটতে পারবেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরের টিকিট।এমনই একটা সুযোগ এনে দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।

আসুন দেখে নি কি ভাবে এই সুবিধা পাওয়া যাবে -

  • প্রথমে ভিজিট করুন স্বাস্থ্য দপ্তরের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট

    এবার সরকারি হাসপাতলের আউটডোরে লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে টিকিট কেটে রোগী দেখানোর দিন শেষ হচ্ছে। এবার বাড়িতে বসে নিজের স্মার্ট ফোন থেকেই কাটতে পারবেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরের টিকিট।এমনই একটা সুযোগ এনে দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।

    আসুন দেখে নি কি ভাবে এই সুবিধা পাওয়া যাবে -

    • প্রথমে ভিজিট করুন স্বাস্থ্য দপ্তরের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in

    • এরপর Select করুন 'OPD Tickests Booking' এই অপশন।অথবা ক্লিক করুন নিচের লিঙ্কে- http://onlinehmis.wbhealth.gov.in:8006

    • এরপর একটি ফোন নাম্বার দিয়ে SUBMIT করুন, যেটাতে আপনি OTP পেতে চান।

    • আপনার ফোনে প্রাপ্ত OTP নাম্বারটি দিয়ে ফোন নাম্বার ফেরিভাই করুন।

    • নাম্বার ভেরিফাই করার পর নতুন একটা পেজ খুলবে,সেখানে Drop down menue থেকে Select করুন কোন সরকারি হসপিটালের OPDএর টিকিট নিতে চান সেটা দিন।

    • যে তারিখে, আপনার পছন্দের যে ডাক্তারবাবুকে যত নাম্বার রুমে দেখাতে চান সেই সমস্ত তথ্য সহ অন্যান্য সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে সেভ করুন,তাহলেই আপনার কাজ শেষ।

  • এরপর Select করুন 'OPD Tickests Booking' এই অপশন।অথবা ক্লিক করুন নিচের লিঙ্কে- http://onlinehmis.wbhealth.gov.in:8006

  • এরপর একটি ফোন নাম্বার দিয়ে SUBMIT করুন, যেটাতে আপনি OTP পেতে চান।

  • আপনার ফোনে প্রাপ্ত OTP নাম্বারটি দিয়ে ফোন নাম্বার ফেরিভাই করুন।

  • নাম্বার ভেরিফাই করার পর নতুন একটা পেজ খুলবে,সেখানে Drop down menue থেকে Select করুন কোন সরকারি হসপিটালের OPDএর টিকিট নিতে চান সেটা দিন।

  • যে তারিখে, আপনার পছন্দের যে ডাক্তারবাবুকে যত নাম্বার রুমে দেখাতে চান সেই সমস্ত তথ্য সহ অন্যান্য সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে সেভ করুন,তাহলেই আপনার কাজ শেষ।

রাজ্যের যে সমস্ত মেডিক্যাল কলেজ হসপিটালে এই সুবিধা চালু হলো সেগুলোর তালিকা নিচে দিলামঃ-

  • এন আর এস মেডিক্যাল কলেজ (N.R.S. MEDICAL COLLEGE & HOSPITAL)

  • এস এস কে এম হসপিটাল (S.K.M HOSPITAL & IPGMER)

  • আর জি কর মেডিক্যাল কলেজ ও হসপিটাল (G.KAR MEDICAL COLLEGE & HOSPITAL)

  • কোলকাতা মেডিক্যাল কলেজ ও হসপিটাল (CALCUTTA NATIONAL MEDICAL COLLEGE & HOSPITAL)

  • মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হসপিটাল (MURSHIDABAD MEDICAL COLLEGE & HOSPITAL)

  • বাঁকুরা মেডিক্যাল কলেজ ও হসপিটাল (BANKURA SAMNILANI MEDICAL COLLEGE & HOSPITAL)

  • এস এস কে এম বাঙ্গুর মেডিক্যাল কলেজ ও হসপিটাল (IPGMER & SSKM Annex-1 BANGUR INSTITUTE OF NEUROSCIENCES MALDA MEDICAL COLLEGE & HOSPITAL)

  • মিদনাপুর মেডিক্যাল কলেজ ও হসপিটাল (MIDNAPUR MEDICAL COLLEGE & HOSPITAL)

  • বর্ধমান মেডিক্যাল কলেজ ও হসপিটাল (BARDWAN MEDICAL COLLEGE & HOSPITAL)

  • উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হসপিটাল (NORTH BENGAL MEDICAL COLLEGE & HOSPITAL)

  • পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হসপিটাল (PURULIA GOVT MEDICAL COLLEGE & HOSPITAL/DEBEN MAHATO SADAR HOSPITAL)

  • কোচবিহার মেডিক্যাল কলেজ ও হসপিটাল (COOCHBEHAR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL, MJN HOSPITAL)

  • রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হসপিটাল (RAIGANJ GOVT MEDICAL COLLEGE & HOSPITAL)

  • ডায়ামন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হসপিটাল (DIAMOND HARBOUR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL)

  • ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হসপিটাল (RAMPURHAT GOVT MEDICAL COLLEGE & HOSPITAL)

  • বিশদ জানতে লিঙ্কটিতে ক্লিক করুন - http://onlinehmis.wbhealth.gov.in:8006

  • রুনা নাথ(runa@krishijsgran.com)

Published On: 03 April 2019, 11:46 AM English Summary: online ticket booking facility in Govt. Hospitals starts

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters