
ওরিপ্লাস্টের LLDPE (লিনিয়ার লো ডেনসিটি পলিথিলিন) জলের ট্যাঙ্কগুলি খুব উচ্চ গুণমানের, সুরক্ষিত ও সাশ্রয়ী। এই ট্যাঙ্কগুলি লিক প্রুফ ও ক্ষয় ও রাসায়নিক প্রতিরোধী। ট্যাঙ্কগুলি ডাবল্, ট্রিপল ও ৪টি লেয়ার যুক্ত এই তিন প্রকারের হয়ে থাকে।
ট্রিপল ও ৪টি লেয়ারড্ ট্যাঙ্কগুলির জল প্রচন্ড গরমে যেমন শীতল থাকে তেমনই শীতকালে হাল্কা গরম ও আরামদায়ক জল পাওয়া যায়। এই ট্যাঙ্কগুলি যে কোন অত্যাধুনিক বহুতলে দিব্যি মানানসই এবং IS – ১২৭০১ স্ট্যান্ডার্ড যুক্ত।
- রুনা নাথ (runa@krishijagran.com)
Share your comments