এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 2 June, 2020 11:57 PM IST

১ জুন থেকে স্ট্রীট ভেন্ডার-দের জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে PM SVANidhi Scheme বা পিএম স্বনিধি যোজনা৷ এর মাধ্যমে স্ট্রিট ভেন্ডার-রা পুনরায় তাদের ব্যবসা শুরু করতে পারবেন৷

পিএম স্বনিধি (PM SVANidhi) বা পিএম স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি যোজনা ৫০ লাখেরও বেশি স্ট্রিট ভেন্ডারদের বিশেষ ধরণের মাইক্রো ক্রেডিট সুবিধা দেবে৷ লকডাউনের কারণে এই ভেন্ডারদের মধ্যে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আগে সুবিধা পাবে বলে জানা যাচ্ছে৷

এই যোজনার ভিত্তিতে প্রত্যেক বিক্রেতাকে ১০,০০০টাকা ঋণ দেওয়া হবে, যা তাদের এক বছরের মধ্যে মাসিক কিস্তিতে শোধ করতে হবে৷ তবে চলতি বছরে ২৪ মার্চ পর্যন্ত বা তার আগে যারা এই কাজের সঙ্গে যুক্ত সেই সব স্ট্রিট ভেন্ডাররাই এই ১০,০০০ টাকার ঋণ গ্রহণের সুবিধা পাবেন৷ কেন্দ্রীমন্ত্রী প্রকাশ জাভড়েকর সোমবার এই বিষয়ে বক্তব্য পেশ করেন৷

PM SVANidhi যোজনার ভিত্তিতে যে ১০,০০০ টাকার ঋণগ্রহণের সুবিধা পাওয়ার কথা বলা হয়েছে তা এক বছরের মধ্যেই শোধ করতে হবে৷ এটি মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে৷

একনজরে এই PM SVANidhi স্কিম বা যোজনার মূল বিষয়গুলি-

১) প্রায় ৫০ লক্ষের বেশি স্ট্রিট ভেন্ডাররা এই যোজনার ভিত্তিতে আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন৷

২) ১০,০০০ টাকা পর্যম্ত ঋণ গ্রহণ করতে পারবেন৷ ১ বছরের মধ্যে মাসিক কিস্তিতে তা শোধ করতে হবে৷

৩) কোভিড ১৯-কে প্রতিহত করতে দেশব্যাপী যে লকডাউন চলছে তাতে যে সব স্ট্রিট ভেন্ডারদের জীবিকা ব্যহত হয়েছে তাদের এক্ষেত্রে সুবিধা হবে৷

৪) ডিজিটাল ট্রান্সাকশনে মাসিক ক্যাশব্যাক ইনসেনটিভের সুবিধা রয়েছে৷

৫) মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে৷

৬) এই লোনের জন্য কোনও জমানতের প্রয়োজন নেই৷

৭) জুলাই মাস থেকে এই লোনের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে৷

বর্ষা চ্যাটার্জি

Related Articles-

https://bengali.krishijagran.com/news/dairy-farmers-to-get-kcc-from-pms-atma-nirbhar-bharat-package/

https://bengali.krishijagran.com/news/one-nation-one-ration-card-scheme-starts-from-today-across-the-country/

https://bengali.krishijagran.com/news/now-you-can-know-your-sbi-pmjdy-account-balance-and-transactions-with-just-one-phone-call/

English Summary: PM SVANidhi launched to benefit over 50 lakh street vendors
Published on: 02 June 2020, 11:38 IST