শুধুমাত্র মাধ্যমিক পাশে ভারতীয় রেলে টিকিট সেলার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে | নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হল্ট স্টেশনে | আবেদন করতে আগ্রহী হয়ে থাকলে জেনে নিন এই আবেদকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি |
পদের নাম (Designation):
হল্ট এজেন্ট |
বয়স (Age):
০১/০৬/২০২১ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি |
বেতন (Salary):
শুরুতে প্রতি মাসে বেতন ১৫,০০০ টাকা | এছাড়াও, ১/- থেকে ১৫,০০০ টাকার টিকিট বিক্রি করতে পারলে ১৫%, ১৫,০০১/- থেকে ৫০,০০০/- এর জন্য ১২%, ৫০,০০১/- থেকে ১,০০,০০০/- এর জন্য ৯%, ১,০০,০০১/- থেকে ২,০০,০০০/- এর জন্য ৬%, বা তার বেশির জন্য ৩% কমিশন দেওয়া হবে | প্রতিমাসে কমপক্ষে ১০০০ টাকা কমিশন দেওয়া হবে |
আরও পড়ুন - Covid-19 Vaccine shortage: বাড়ন্ত টিকা! বাংলায় ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে সংশয়
শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):
মাধ্যমিক পাশ করে থাকতে হবে | কাজ চালানোর মতো ইংরেজি জানতে হবে | প্রার্থীকে পূর্ব বর্ধমান বা হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে | নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার লক্ষীপুর স্টেশন এবং হুগলি জেলার তালানডু ও সিমলাগার স্টেশনে |
আবেদন পদ্ধতি (Application Procedure):
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে | আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় ড্রপবক্সে জমা করতে হবে | যে স্টেশনের জন্য আবেদন করছেন সেটি খামের ওপর লিখতে হবে | আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ (Last Date) ১৬ জুলাই, ২০২১ |
আবেদন পদ্ধতি (Application Procedure):
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে | আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় ড্রপবক্সে জমা করতে হবে | যে স্টেশনের জন্য আবেদন করছেন সেটি খামের ওপর লিখতে হবে | আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ (Last Date) ১৬ জুলাই, ২০২১ |
আবেদনপত্রের ঠিকানা (Office Address):
The Divisional Railway Manager (Commercial), Eastern Railway, Howrah, Yatri Niwas, 4th Floor, Commercial Branch, Howarh, Pin-711101
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক (Official Notification):
নিবন্ধ: রায়না ঘোষ
আরও পড়ুন - Hero Motocorp increases price: বাইক, স্কুটির ৩ হাজার টাকা দাম বাড়ালো হিরো মোটোকর্প
Share your comments