পরিবেশবান্ধব শক্তির উৎপাদনে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে রিলায়েন্স (Mukesh Ambani at International Climate Summit) | শক্তির উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে ভারত |আন্তর্জাতিক জলবায়ু শীর্ষ সম্মেলনে এমনই দাবি করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি | একই সঙ্গে তিনি জানিয়েছেন, পরিবেশবান্ধব শক্তির উৎপাদন বৃদ্ধিতে আরও বেশি করে জোর দেওয়া উচিত |
পরিবেশবান্ধব শক্তির উৎপাদনে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেন তিনি এবং ক্লিন এনার্জি ক্ষেত্রে আরও বেশি করে জোর দেওয়ার গুরুত্ব তুলে ধরলেন মুকেশ আম্বানি | তিনি বলেন, 'শক্তির উৎপাদনের ক্ষেত্রে ভারত স্বনির্ভর হয়ে ওঠার লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে | জলবায়ু পরিবর্তন গোটা বিশ্বের কাছেই উদ্বেগের বিষয়৷ পরিবেশবান্ধব শক্তির উৎপাদনে আমাদের আরও বেশি করে জোর দিতে হবে |"
গত বছরই রিলায়েন্সের তরফে জানানো হয়েছিল, পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে ২০৩৫ সালের মধ্যে সংস্থা কার্বন নির্গমনের মাত্রাকে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে | মুকেশ আম্বানি বলেন, 'জীব ভষ্মের উৎস থেকে তৈরি হওয়া শক্তির উপর নির্ভরতা কাটিয়ে পুনর্ব্যবহার যোগ্য শক্তির উৎপাদনে আত্ম নির্ভর হতে ভারত প্রতিজ্ঞাবদ্ধ৷ জলবায়ু রক্ষার স্বার্থে গোটা বিশ্ব যে লক্ষ্যে এগোচ্ছে, তাতে পূর্ণ অবদান রাখবে ভারত | "
আরও পড়ুন -Paddy farming in Haldiya: নোনা জমিতে ধান চাষ, হলদিয়ায় কৃষকদের পাশে বিদ্যুৎ উৎপাদক সংস্থা
একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী যে বিপদের মুখে দাঁড়িয়ে এবং মানুষের জীবনে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তাও তুলে ধরেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান | মুকেশ আম্বানি বলেন, শুধু কার্বন নির্গমণ কমালেই চলবে না, বরং দ্রুততার সঙ্গে পরিবেশবান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎপাদনের পরিমাণ বৃ্দ্ধির উপরে নজর দিতে হবে |
কিছুদিন আগে রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভাতেই সংস্থার তরফে পরিবেশবান্ধব শক্তির উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যবসায় ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা জানানো হয়েছিল | মূলত সৌর শক্তি এবং পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদনে বিপুল বিনিয়োগকেই পাখির চোখ করেছে সংস্থা | সৌর শক্তি কেন্দ্রিক, স্টোরেজ ব্যাটারি, গ্রিন হাইড্রোজেন এবং ফুয়েল সেল ব্যাটারি উৎপাদন কেন্দ্রিক চারটি বৃহৎ কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে সংস্থার | এর ফলে হাইড্রোজেনের সাহায্যে মোবাইল ব্যবহারও সম্ভব হবে | যা নিতান্তই ভারতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এতে ভারত ধীরে ধীরে স্বনির্ভরও হয়ে উঠবে |
আরও পড়ুন -Amazon Launches Kisan Store: অ্যামাজন চালু করলো কিষান স্টোর, দেখুন কৃষকবন্ধুরা কি সুবিধা পাবেন
Share your comments