কৃষিজাগরন ডেস্কঃ আজ থেকে তিন দিনের জন্য দিল্লিতে শুরু হল ভারতের প্রথম কোনো কৃষি অ্যাওয়ার্ড 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন গুজরাতের রাজ্যপাল করেন শ্রী আচার্য দেবব্রত।তিনি প্রথমেই কয়েকজন কৃষককে মঙ্চে ডেকে নেন।তিনি বলেন,আমি একজন কৃষক আর তাই আপনাদের মত সফল কৃষকদের মাঝে আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি।..আমি নিজে একজন কৃষক,আমি ২০০একর জমিতে চাষবাস করি এবং নিজে পড়াই।গুজরাটে ৯লাখ কৃষককে আমি প্রাকৃতিক কৃষি কাজ শিখিয়েছি।তিনি আরও বলেন,এই সময় আমাদের সবথেকে বড় প্রতিপক্ষ গ্লোবাল ওয়ার্মিং,এতে কৃষকের সব থেকে বেশি ক্ষতি হবে…।
এছাড়াও অনুষ্ঠানের প্রথম ভাগে উপস্থিত ছিলেন,ডঃ ইউএস গৌতম তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের ইনকাম দ্বিগুন করার কথা বলেছেন,এবং আইসিএআর ৭৫হাজার কৃষকের ডেটা তৈরি করেছে।১২০ জন কৃষক আমরা প্রতিটি জেলা থেকে নিয়েছি যাদের আয় দ্বিগুন হয়েছে।
আরও পড়ুনঃ আর কিছুক্ষনের মধ্যেই শুরু হতে চলেছে 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ নীলম প্যাটেল, উপদেষ্টা কৃষি, নীতি আয়োগ।এছাড়াও উপস্থিত ছিলেন মহেশ কুলকার্নি, মার্কেটিং প্রধান, মাহিন্দ্রা।
কৃষিজাগরন আয়োজিত ভারতের প্রথম কোনো কৃষি অ্যাওয়ার্ড 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'-এর প্রথম দিনে কৃষকদের উন্মাদনা ছিল চোখে পরার মত।বাংলা সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসেছিলেন এই অনুষ্ঠানে যোগ দিতে।টানা তিন দিন দিল্লির মধ্যভাগে দিল্লির পুসা মেলার মাঠে চলবে এই অনুষ্ঠান ।প্রত্যেক দিন পাঁচটি করে সভার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুনঃ
Share your comments