
বর্তমানে পৃওথিবীর নানা এলাকায় জলস্তর ক্রমশ কমে আসছে যার ফলশ্রুতি হিসেবে আমাদের কাছে জলের প্রতিটি বিন্দুই মূল্যবান হয়ে উঠেছে এবং জলের প্রতিটি বিন্দু অপচয় না করে আমাদের কাজে লাগাতে হবে। এই উদ্দেশ্য সাধনে আমাদের সহায়তা করছে ওরিপ্লাস্টের ড্রিপ ইরিগেশনের LLDPE পাইপ ও স্প্রিঙ্কলারস।
ওরিপ্লাস্টের উৎকৃষ্ট ড্রিপ ইরিগেশন সিস্টেমের সহায়তায় প্রয়োজন অনুযায়ী পরিমিত জল ও জলে দ্রবিভূত সার গাছের শিকড়ের কাছে সহজেই পৌঁছে যায়। এর ফলে গাছকে কখনোই অতিরিক্ত জল বা জলের অভাবের কারণে ক্ষতির সম্মুখিন হতে হয় না, যা উৎকৃষ্ট উৎপাদন নিশ্চিত করে কৃষকদের লাভবান করবে।

Share your comments