SSC Group-C recruitment: গ্রুপ- সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, দেখুন বিস্তারিত তথ্য

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ- সি ও গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করার সুযোগ রয়েছে।

রায়না ঘোষ
রায়না ঘোষ
SSC group c recruitment
SSC group c recruitment (image credit- Google)

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ- সি ও গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করার সুযোগ রয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে স্টাফ সিলেকশন কমিশন Phase- IX 2021 বিজ্ঞপ্তির মাধ্যমে।

মোট শূন্যপদ:

৩২৬১ টি (SC- ৪৭৭, ST- ২৪৯, OBC- ৭৮৮, UR- ১৩৬৬, ESM- ১৩৩, EWS-৩৮১)।

পদের নাম:

মোট ৩২৬১ টি শূন্যপদে মোট ২৭১ টি পদে নিয়োগ করা হবে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পদ হলো হেড ক্লার্ক, সাব- এডিটর, মাল্টি টাস্কিং স্টাফ, ক্যান্টিন, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সিড অ্যানালিস্ট, অ্যাকাউন্ট্যান্ট, ইলেকট্রিক ওয়েল্ডার, ফিল্ডম্যান, টেক্সটাইল ডিজাইনার, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার, ফার্মাসিস্ট, সাফাই ওয়ালা, ড্রাফটসম্যান, সিনিয়র ড্রাফটসম্যান, গ্যালারি এটেনডেন্ট, স্টটকম্যান ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা:

বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ। প্রতিটি পদে শিক্ষাগত যোগ্যতা জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

বয়স সীমা:

বিভিন্ন পদ অনুযায়ী বয়স সীমা ১৮-৩০ বা ১৮- ২৭ বা ১৮- ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২১ তারিখের হিসেবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আরও পড়ুন -Cyclone Gulab Update: কয়েক ঘন্টায় বদলাবে আবহাওয়া, দেখে নিন ঘূর্ণিঝড় গুলাবের গতিবিধি

আবেদন পদ্ধতি:

আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে  https://ssc.nic.in/ গিয়ে আবেদন করা যাবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করা যাবে। যেসব প্রার্থীদের আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। অনলাইনে আবেদন করতে পারবেন ২৫ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত।

আবেদন ফি:

অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়া যাবে BHIM UPI, Net Banking, VISA Card, Master Card, Debit Card, Credit Card বা State Bank of India -র ব্যাংক চালানের মাধ্যমে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ অক্টোবর ২০২১ । মহিলা প্রার্থী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এক্স সার্ভিসম্যান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি:

নিয়োগ করা হবে কম্পিউটার বেসড্ অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ২০২২ সালে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস নাগাদ। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র গুলি হল- কলকাতা, হুগলি ও শিলিগুড়ি। আবেদনকারীরা নিজেদের পছন্দমতো পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে পারবেন।

পরীক্ষার সিলেবাস:

কম্পিউটার বেসড্ অনলাইন পরীক্ষা হবে ২০০  নম্বরের। প্রশ্নের সংখ্যা ১০০ টি। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান ২। পরীক্ষার সময় সীমা ১ ঘন্টা। নেগেটিভ মার্কিং ০.৫ অর্থাৎ একটি প্রশ্নের উত্তর ভুল হলে ০.৫ নম্বর কেটে নেওয়া হবে।

যেসব বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলি হল-

১) General Intelligence- 50 Marks

২) General Awareness- 50 Marks

৩) Quantitative Aptitude- 50 Marks

৪) English Language- 50 Marks

যেহেতু এই নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে তাই বিভিন্ন আলাদা আলাদা পদ অনুযায়ী প্রশ্নপত্রের মান ভিন্ন। অর্থাৎ যেসব পদগুলিতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ সেক্ষেত্রে প্রশ্নপত্র হবে মাধ্যমিক মানের। একই রকম ভাবে বাকি গুলির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তর মানের প্রশ্ন থাকবে। তবে প্রতিটি পদের ক্ষেত্রেই নম্বর বিভাজন সমান।

অফিসিয়াল নোটিশ দেখার লিংক:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_24092021.pdf

আরও পড়ুন -Agricultural report: বাম্পার ফসল থেকে গ্রামীণ চাহিদা ১০,৭০০-কোটি টাকা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে

Published On: 27 September 2021, 11:58 AM English Summary: SSC Group-C recruitment: Group-C staff recruitment notice published, see details

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters