শুরু ' Mahindra MFOI কিষাণ ভারত যাত্রা'! রাজস্থানে কৃষকদের সম্মানিত করল কৃষি জাগরণ

মাহিন্দ্রা ট্র্যাক্টরস মিলিয়নেয়ার ফার্মার অব ইন্ডিয়া ইতিমধ্যেই কৃষকদের প্রাপ্য সম্মান তাঁদের হাতে তুলে দিয়েছে। এবার কৃষি জাগরণের অন্য একটি পদক্ষেপ।

KJ Staff
KJ Staff
শুরু ' Mahindra MFOI কিষাণ ভারত যাত্রা'! রাজস্থানে কৃষকদের সম্মানিত করল কৃষি জাগরণ

মাহিন্দ্রা ট্র্যাক্টরস মিলিয়নেয়ার ফার্মার অব ইন্ডিয়া ইতিমধ্যেই কৃষকদের প্রাপ্য সম্মান তাঁদের হাতে তুলে দিয়েছে। এবার কৃষি জাগরণের অন্য একটি পদক্ষেপ। এই অনুষ্ঠান চলাকালীন কৃষি জাগরণ আরও একটি উদ্যোগের সূচনা করে। সেটি হল 'MFOI কিষাণ ভারত যাত্রা'। কৃষকদের স্বীকৃতি এবং সম্মান জানাতে 'MFOI কিষাণ ভারত যাত্রা'-এর গাড়ি এখন দেশের প্রতিটি রাজ্য এবং জেলায় পৌঁছাবে।   

MFOI (Mahindra Millionaire Farmer of India) এর উদ্যোগে এই গাড়ি এখন পৌঁছেছে রাজস্থানের কোটায়। এই ধারাবাহিকতায়, মঙ্গলবার (12 ডিসেম্বর) রাজস্থানের কোটায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় জেলা স্তরের কোটিপতি  কৃষক পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে রবি ফসলে রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনা, বাজরা চাষ ও ট্রাক্টর রক্ষণাবেক্ষণ নিয়ে বিশেষ আলোচনা হয়। অধিবেশনে কৃষকদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয় এবং তাদের সচেতন করা হয়। 

আরও পড়ুনঃ  ভারতের সবচেয়ে ধনী কৃষক, ছত্তিশগড়ের রাজারাম ত্রিপাঠি 'মাহিন্দ্রা মিলিয়নিয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড' পেয়েছেন

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। যাতে তাঁরা এই প্রকল্পগুলির হাত ধরে সঠিক সুবিধা পায়। পাশাপাশি অধিবেশন শেষে জেলা পর্যায়ে কৃষিতে স্বতন্ত্র পরিচিতি রেখে নিজেদের সফল করার জন্য অনেক কৃষককে সম্মানিত করা হয়। কৃষি জাগরণ এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এমসি ডমিনিক কৃষকদের প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করেন। ড. মহেন্দ্র সিং, ডিরেক্টর এইচআরডি এবং সিনিয়র বিজ্ঞানী-প্রধান, কোটা কেভিকে, উপ-পরিচালক, উদ্যানপালন বিভাগের কোটা, আনন্দী লাল মীনা এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুনঃ  পৃথিবী আমাদের মা, এটিকে বিষাক্ত করবেন না, এটি রক্ষা করা আমাদের দায়িত্ব: কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি

MFOI কিষাণ ভারত যাত্রার লক্ষ্য হল ডিসেম্বর 2023 থেকে নভেম্বর 2024 পর্যন্ত দেশ জুড়ে ভ্রমণ করা, 1 লক্ষেরও বেশি কৃষকের কাছে পৌঁছানো এবং 26 হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব কভার করা। এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য হল কৃষক সম্প্রদায়গুলিতে ইতিবাচক পরিবর্তন আনা, যাতে কৃষকদের আর্থ-সামাজিক পটভূমি উন্নত করে ক্ষমতায়ন করা যায়।

কৃষি জাগরণ দ্বারা সংগঠিত এবং মাহিন্দ্রা ট্র্যাক্টর দ্বারা স্পনসর করা, এই পুরস্কার শো টি সেই সমস্ত কৃষকদের সম্মানিত করেছে যারা বার্ষিক 10 লাখ টাকার বেশি আয় করছে এবং গোটা কৃষক সম্প্রদায়ে একটি উদাহরণ তৈরি করছে। তবে এই অনুষ্ঠান শুধুমাত্র এই বছরের জন্য এমন নয় আগামী বছর একইভাবে এই অনুষ্ঠানের আয়োজন করবে কৃষি জাগরণ। আর কিছুদিনের মধ্যেই MFOI 2024 এর রেজিস্ট্রেশন শুরু হবে।

Published On: 12 December 2023, 06:09 PM English Summary: Start of 'Mahindra MFOI Kisan Bharat Yatra'! Agricultural awakening honored farmers in Rajasthan

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters