সুখবর, প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই-এর বিশেষ ডিপোজিট স্কিম

বর্ষীয়ান বা সিনিয়র সিটিজেন-দের জন্য, যেখানে ক্রমশ কমতে থাকা সুদের হারের এই সময়ে এই প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা প্রদান করা সম্ভবপর করতে এসবিআই-এর নয়া উদ্যোগ৷ এল বিশেষ ডিপোজিট স্কিম৷ সিনিয়র সিটিজন-দের পাঁচ বছর বা তার বেশি মেয়াদের রিটেল টার্ম ডিপোজিটের ওপর অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্টের প্রিমিয়াম পাওয়া যাবে৷

KJ Staff
KJ Staff

লকডাউনের মধ্যেই এবার প্রবীণ নাগরিকদের মুখে হাসি ফোটাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক বিশেষ ডিপোজিট স্কিম বা স্পেশাল এফডি স্কিম, যার নাম এসবিআই উইকেয়ার ডিপোজিট৷ করোনা ভাইরাসকে প্রতিহত করতে চলছে দেশব্যাপী লকডাউন৷ আর এই কঠিন পরিস্থিতিতে এই উদ্যোগ নিয়েছে এসবিআই৷

কী এই স্পেশাল এফডি স্কিম?

এসবিআই-এর এই উদ্যোগ মূলত বর্ষীয়ান বা সিনিয়র সিটিজেন-দের জন্য, যেখানে ক্রমশ কমতে থাকা সুদের হারের এই সময়ে এই প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা প্রদান করা সম্ভবপর হবে৷ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, সিনিয়র সিটিজন-দের পাঁচ বছর বা তার বেশি মেয়াদের রিটেল টার্ম ডিপোজিটের ওপর অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্টের প্রিমিয়াম পাওয়া যাবে৷ এই স্কিমের সুবিধা পাওয়া যাবে চলতি বছরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত৷ তবে মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগে টাকা তুললে হবে না৷

প্রসঙ্গত, মার্জিনাল কস্ট অব ফান্ডস ভিত্তিক লেন্ডিং রেট (MCLR) ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে এসবিআই৷ আগামী ১০মে থেকে সবরকম ঋণের সুদের হার ৭.৪০ শতাংশ থেকে কম হবে ৭.২৫ শতাংশ৷ এই নিয়ে ১২ বার কমল এমসিএলআর৷

এই বিশেষ ডিপোজিট স্কিম ছাড়াও এর আগে এমারজেন্সি লোন-এর সুবিধাও দেওয়ার কথা জানিয়েছে এসবিআই৷ হঠাৎ করে অর্থপ্রয়োজন হলে সাধারণ মানুষ যাতে অথৈ জলে না পড়ে যায় তার জন্য আপৎকালীন বা জরুরি সময়ভিত্তিক ঋণ প্রদানের ব্যবস্থা করছে এসবিআই৷

এই এমারজেন্সি লোন বা আপৎকালীন ঋণ গ্রহণের জন্য ব্যক্তিকে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই৷ বাড়িতে বসেই পেয়ে যাবেন এই লোন৷ তাও আবার বেশিদিন অপেক্ষা করতে হবে না৷ মাত্র ৪৫ মিনিটেই পেয়ে যাবেন এই এমারজেন্সি লোন৷ লকডডাউন পিরিয়ডে এমনই সুবিধা প্রদান করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷

এই লোন যারা গ্রহণ করবে তাদের ৬ মাস পর্যন্ত কোনও ইএমআই দিতে হবে না, অর্থাৎ চলতি মাসে কেউ লোন নিলে তাকে আগামী ৬ মাস কোনও ইএমআই দিতে হবে না, তবে তারপর থেকে শুরু হবে ইএমআই৷ এই লোন নিতে হলে যে কোনও দিন আবেদন করা যাবে৷ তবে এই সমগ্র সুবিধা পাবেন শুধুমাত্র এই ব্যাঙ্কের গ্রাহকেরাই৷

বিভিন্ন ভাগে বিভক্ত এই লোন৷ তার ভিত্তিতে রয়েছে টাকার প্রকারভেদও৷ এগুলি হল- পার্সোনাল লোন- ২ লক্ষ টাকা পর্যন্ত৷ পেনশন লোন- আড়াই লক্ষ টাকা পর্যন্ত৷ সার্ভিস ক্লাস- পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা পাবে৷

আর এবার প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ ডিপোজিট স্কিম যে যথেষ্ট উপকারে আসবে এমনটাই আশা অনেকের৷

বর্ষা চ্যাটার্জি

Published On: 08 May 2020, 05:08 PM English Summary: State Bank of India launches special FD scheme for senior citizens

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters