
রাজ্যের সাধারন মানুষকে কমদামে সব্জি সরবরাহ করতে 'সুফল বাংলা' প্রকল্প হাতে নিয়েছিল রাজ্য সরকার কিন্তু প্রয়োজনীয় জায়গার অভাবে ও প্রশাসনিক জটিলতার কারনে প্রস্তাবিত একাধিক স্টল আটকে রয়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধান করে আগামী তিন মাসের মধ্যে বেশ কিছু স্টল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার। এই 'সুফল বাংলা'র স্টল গুলিতে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি সব্জি কিনে কম দামে বিক্রি করে। চড়া বাজারদরের মধ্যেও তুলনামূলক কম দামের আনাজের এই সরকারি ভাণ্ডারকে আরও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
- তন্ময় কর্মকার
Share your comments