ভারত সহ গোটা বিশ্বই যেন অর্থনৈতিক মন্দার মধ্যে। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির এই সংকটের জন্যে দেশকেই দায়ী করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, গোটা বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা কিছুটা হলেও অভিঘাতের মুখে, কারণ ভারতীয় অর্থনীতিকে মন্দা গ্রাস করছে।
ভারতীয় জিডিপি-র পতনের প্রভাব সমগ্র বিশ্বের অর্থনীতিতে পড়ছে বলেই আশঙ্কা আইএমএফের প্রধান অর্থনীতিবিদের। তাঁর অভিমত অনুযায়ী, ভারতীয় অর্থনৈতিক মন্দার কারণে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার আনুমানিক ০.১ শতাংশ কমতে পারে।

আইএমএফ পূর্বে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার থাকবে ৬.১ শতাংশ। কিন্তু তিন মাসের মধ্যেই পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের হিসাব পরিবর্তন করেছে। ভারতীয় বাজারের বর্তমান অবস্থা বিবেচনা করে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন তথা জিডিপি ৪.৮ শতাংশ হারে বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)
Share your comments