দিন দিন আরও খারাপের দিকে এগোচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। বাসস্থান নেই, খাবার নেই, নেই পানীয় জল। পরিস্থিতি কবে ঠিক হবে সেই নিয়ে দিন গুনছে অসমের বাসিন্দারা। ২৫ লক্ষ মানুষ এই বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্ত ২ হাজার ৮৯৪টি গ্রাম ও ২৭টি জেলা বন্যার কবলে পড়েছে। ১২১ জন প্রাণ হারিয়েছে।
সংবাদ মাধ্যম অনুযায়ী গোটা শিলচর এখন জলের তলায়। ধুয়ে গেছে বহু পাকা বাড়ি। বিভিন্ন ক্যাম্পের সাহায্যে খাবার পেলেও মিলছে না পানীয় জল। বন্যা, নদী নালার জল খেয়েই তেষ্টা মেটাচ্ছেন বন্যায় কবলে পড়া মানুষরা। নদী নালার জল ফুটিয়ে বিশুদ্ধ করে খেতে হচ্ছে তাঁদের।
আরও পড়ুনঃ গুমোট গরমে নাকাল বঙ্গবাসী,কবে আসবে বর্ষা? জেনে নিন এক ক্লিকে
অসমের বাসুদেব নগরে প্রায় ৪০০ মানুষ আটকে রয়েছে। খাবারও মিলছে না পরিমান মত। কিছু এনজিওর তাঁদের সাহায্য করছে। প্রায় দিন বিস্কুট খেয়েই দিন কাটাতে হচ্ছে। নদী নালার জলই পান করে দিন কাটাতে হচ্ছে তাঁদের।
এই নিয়ে দুবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি আশ্বাস দেন শীঘ্রই সকলকে সুরক্ষিত স্থানে নিয়ে যাবেন। আর খাবার যাতে সকলে পান সেদিকে নজর দেবেন।
আরও পড়ুনঃ বাড়িতেই কৃত্রিম মরুভূমি! মরু প্রাণী দুম্বা পালন করে লাখপতি মালদহের এই ব্যক্তি
প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি নিয়ে অমিত শাহ লিখেছেন, “একটি আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল ক্ষয়ক্ষতি দেখতে অসম ও মেঘালয়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবে। এর আগে IMCT-এর একটি দল চলতি বছরের ২৬ মে থেকে ২৯ মে, 2022 পর্যন্ত অসমের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিল।”
Share your comments