প্রতীক্ষার অবসান!কয়েক ঘন্টা পরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা

আর মাত্র কয়েক ঘন্টা তার পড়েই সরস্বতী পুজো (Saraswati Puja)। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী (Vasant Panchami) বা সরস্বতী পুজো হয়। পুজোর জন্যে সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন।

Saikat Majumder
Saikat Majumder

আর মাত্র কয়েক ঘন্টা তার পড়েই সরস্বতী পুজো (Saraswati Puja)। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী (Vasant Panchami) বা সরস্বতী পুজো হয়। পুজোর জন্যে সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। বিশেষত শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। জেনে নিন এই বছরের বসন্ত পঞ্চমীর কবে পড়েছে এবং শুভ তিথি কখন। 

সরস্বতী পুজার তারিখ

বাংলা পঞ্জিকা অনুসারে, ২২ শে মাঘ , শনিবার সরস্বতী পুজোর তারিখ পড়েছে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ৫ই ফেব্রুয়ারি ।সকাল ৭ টা বেজে ৭ মিনিটে শুরু হবে শ্রীপঞ্চমী তিথি এবং শেষ হবে বাংলা ২৩শে মাঘ। অর্থাত ইংরেজি ৬ই ফেব্রুয়ারি, রবিবার সকাল ৭ টা বেজে ৯ মিনিটে পুজোর তিথি সমাপ্ত হবে।

আরও পড়ুনঃ Saraswati Puja 2022: বছর ঘুরে ফিরল বাগদেবীর আরাধনার দিন, শুভতিথি, দিন-ক্ষণ কবে? রইল বিস্তারিত

শ্রীপঞ্চমী পুষ্পাঞ্জলি মন্ত্র

ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। ওঁ সরস্বত্যৈ নমাে নিত্যং ভদ্রকাল্যৈ নমাে নমঃ বেদবেদান্তবেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ। এষ সচন্দন পুষ্পবিল্বপত্ৰাঞ্জলি সরস্বত্যৈ নমঃ ॥

সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী(Saraswati Puja 2022 Date and Time) নামেও পরিচিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী বসন্ত কালের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে এই পুজো হয়। এদিন বেশিরভাগ মানুষকে হলুদ রঙের পোশাকে সেজে উঠতে দেখা যায়। এদিন নানা জায়গায় বাচ্চাদের হাতেখড়িরও আয়োজন করা হয়। পাড়ায় পাড়ায় দেবীর আরাধনায় মেতে ওঠে সকলে।

আরও পড়ুনঃ Saraswati Puja 2022: বাগদেবীর আরাধনার দিনেও ভারী বৃষ্টি বঙ্গে? কি বলছে হাওয়া অফিস

Published On: 04 February 2022, 04:33 PM English Summary: The wait is over! After a few hours, the whole of Bengal will be mesmerized by the worship of Bagdevi

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters