এবার জেলায় জেলায় গর্জে উঠবে কৃষকদের কন্ঠস্বর

২০ জন কৃষকদের নিয়ে জেলার প্রতিটি কোনা থেকে কৃষকদের কথা তুলে আনার প্রথম পদক্ষেপ সম্পন্ন করল কৃষি জাগরণ।এখন থেকে কৃষকরাই

KJ Staff
KJ Staff

২০ জন কৃষকদের নিয়ে জেলার প্রতিটি কোনা থেকে কৃষকদের কথা তুলে আনার প্রথম পদক্ষেপ সম্পন্ন করল কৃষি জাগরণ।এখন থেকে কৃষকরাই তাদের নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন। কৃষকরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকুল পরিস্থির মধ্যে দিয়ে নিজেদের কৃষিকাজ করে থাকেন। সংবাদ মাধ্যম বা সরকার কেউই তাদের কথা তুলে ধরেনা। তাই কৃষি জাগরণ শুধুমাত্র কৃষকদের কথা মাথায় রেখে তৈরি করেছে “ফার্মার দ্য জার্নালিস্ট” র ধারণা।   

‘কৃষি জাগরণ'-এর মূল উদ্দেশ্য হল কৃষকদের আরও সমৃদ্ধ করা। কৃষকরাই যাতে তাদের কথা সরকারের কাছে পৌঁছে দিতে পারে  তার ব্যবস্থা করা । আমাদের দেশকে আর্থিক দিক থেকে উন্নত করার অন্যতম অস্ত্র কৃষি। তাই অন্নদাতা সচেতন এবং ক্ষমতাশালী হলে তবেই দেশ শক্তিশালী হবে। “কৃষি জাগরণ” নিঃস্বার্থভাবে সমাজ ও কৃষকের সেবা করতে প্রস্তুত।

আরও পড়ুনঃ শক্তি বাড়িয়ে ছত্রিশগড়ের দিকে প্রবাহিত হচ্ছে নিম্নচাপ,রাজ্যে ভারী বৃষ্টির সম্ভবনা

জেলায় জেলায় গ্রামে গ্রামে ‘কৃষিকথা’। কৃষকরাই হবেন এবার সাংবাদিক। কৃষকদের সাংবাদিক হওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে কৃষি জাগরণ। আপনিও যদি কৃষি সাংবাদিক হতে চান তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের এমনই একটি প্ল্যাটফর্ম দিচ্ছি যেখানে আপনি নিজেই আপনার চারপাশে কৃষি কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান করতে পারবেন।বিভিন্ন উদ্ভাবনী ধারণার ধারাবাহিকতায় কৃষি জাগরণ এখন একটি নতুন উদ্যোগ চালু করছে। এটি কৃষকদের সাংবাদিক হওয়ার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে “ফার্মার দ্য জার্নালিস্ট” র ধারণা বহন করে।

আরও পড়ুনঃ জেলায় জেলায় গ্রামে গ্রামে ‘কৃষিকথা’, কৃষকরাই হবেন এবার সাংবাদিক

Published On: 10 August 2022, 04:45 PM English Summary: This time, the voice of the farmers will be heard in the district

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters