Tokyo Olympics 2020: ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ জয় ভারতের

টোকিও অলিম্পিক্স-এ ভারতীয় পুরুষ হকি (Men’s Hockey) দলের জয়জয়কার | ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন তারা। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ (Bronze) জিতে নিল ভারত। প্রথম দুই কোয়ার্টারে ভারতের উপর চাপ বজায় রেখেছিলেন জার্মানরা ৷

রায়না ঘোষ
রায়না ঘোষ
Tokyo Olympics Men's hockey
Tokyo Olympics men's hockey (image credit- Google)

টোকিও অলিম্পিক্স-এ ভারতীয় পুরুষ হকি (Men’s Hockey) দলের জয়জয়কার | ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন তারা। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ (Bronze) জিতে নিল ভারত। প্রথম দুই কোয়ার্টারে ভারতের উপর চাপ বজায় রেখেছিলেন জার্মানরা ৷ একসময় ৩-১ গোলে এগিয়েও গিয়েছিলেন তারা ৷ কিন্তু ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভারত ৷ শেষপর্যন্ত ভারত জেতে ৫-৪ গোলে ৷ মনপ্রীত সিংহ ও বাকিরা অসাধারণভাবে খেলে ভারতের ঝুলিতে নিয়ে এলেন ব্রোঞ্জ |

শেষবার ১৯৮০ সালে অলিম্পিকের হকিতে পোডিয়ামে উঠেছিল ভারত ৷ অলিম্পিক্স হকিতে ৮টি সোনাজয়ী ভারতের গত ৪১ বছরে কোনও পদকই জোটেনি ৷ ব্রোঞ্জ হলেও শেষপর্যন্ত মনপ্রীতদের হাত ধরেই এল সেই বহু কাঙ্খিত মেডেল ৷ বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর সোনা জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল ৷ কিন্তু এদিন ব্রোঞ্জ মেডেল ম্যাচে নিজেদের সেরাটাই দিলেন ভারতীয় হকি দলের খেলোয়াড়রা ৷

চতুর্থ কোয়ার্টারে লড়াই সব চেয়ে কঠিন হয়ে ওঠে। গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। গোলরক্ষককে বসিয়ে একজন বাড়তি ফিল্ড খেলোয়াড়কে নিয়ে এসেও আপ্রাণ ম্যাচ জেতার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু ভারতের রক্ষণ তখন কোনও ভুল করতে রাজি নয়। একের পর এক পেনাল্টি কর্নারও আটকে দেয় তারা। তবে শেষ মুহূর্তে একটি গোল শোধ করে জার্মানি। ভারতের পক্ষে খেলার ফল হয় ৫-৪।

আরও পড়ুন - Crop Pilot Project in Odisha: ওড়িশার কৃষি মন্ত্রী শস্য বৈচিত্র্যের পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন

অলিম্পিক্সে ভারতের কৃতিত্ব:

অলিম্পিক্সে মোট ৮টি সোনা জিতেছে ভারত। সেগুলি ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, ১৯৮০ সালে। রুপো জয় এক বার, ১৯৬০ সালে। ব্রোঞ্জ এসেছে এই নিয়ে ৩ বার। আগের ২  বার, ১৯৬৮ ও ১৯৭২ সালে। ভারতের মোট পদক সংখ্য ১২। 

অলিম্পিকের মঞ্চ থেকে প্রতিবারই হকির হাত ধরে পদক জয়ের স্বপ্ন দেখে ভারত। গত কয়েক বছরে হকি দলের পারফরম্যান্স অনেকটাই স্বস্তি দিচ্ছে ভারতকে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে অষ্টম নিউজিল্যান্ডকে ভারত হারায় ৩-২ গোলে। আগামী দিনে এই জয় অব্যাহত থাকে কি না সে দিকে তাকিয়ে গোটা দেশ। শুধু পুরুষ হকি দলই নয়, এবার অলিম্পিক্সে মহিলারাও পিছিয়ে ছিলেননা | পি.ভি. সিন্ধু প্রথম ভারতীয় মহিলা দুটি পদক জিতেছেন | 

হকিতে সোনা জয়ে ভারতের ধারে কাছে কেউ নেই। এরপরেই এই তালিকায় রয়েছে জার্মানি। তারা ৪  বার অলিম্পিক্স হকিতে সোনা জিতেছে। ১৯৭২, ১৯৯২, ২০০৮ এবং ২০১২ সালে জার্মানি অলিম্পিক্স হকিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের মোট পদক সংখ্যা ১১।

দীর্ঘ ৪০ বছরের বাবধানের পর এই ফলাফল গোটা ভারতবাসীর কাছে নিতান্তই গর্বের | তাদের দৃঢ়তা ও কঠিন লড়াই সত্যি অসাধারণ | নিতান্তই, তাদের গর্বে গোটা ভারতবাসী আজ গর্বিত |

আরও পড়ুন -Women opts agriculture education: কেরালায় কৃষি শিক্ষায় যোগ দিলেন বেশি সংখ্যক মহিলারা

Published On: 05 August 2021, 11:34 AM English Summary: Tokyo Olympics 2020: India wins bronze in Olympic hockey after 41 years

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters