ইদানীং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে গ্রীনহাউসে বিভিন্ন রঙের লেটুস পাতা , টোমাটো, ব্রোকলি প্রভৃতির যেমন চাষ হচ্ছে, তেমনি বিদেশেরপ্তানি করে আয় বাড়ানোর চেষ্টা চলছে।
এই রকম একটি বেসরকারি উদ্যোগের কর্ণধার শিবনাথ ভট্যাচার্য জানালেন যে তারা দুবাইতে ৪২০ কিলোগ্রাম পণ্য রপ্তানিকরেছেন এবং আরও ৫০০ কিলোগ্রাম পণ্য রপ্তানির বরাত পেয়েছেন। এ্যপীডার পূর্বাঞ্চলীয় শাখা সবরকম সহায়তা দিচ্ছে।
Share your comments