(Document change/ download e-Aadhaar card) আধার কার্ড-এ তথ্য কি ভুল রয়েছে? তা সংশোধন করুন অথবা ডাউনলোড করুন ই-আধার কার্ড মাত্র একটি ক্লিকেই, এইভাবে আবেদন করুন

(Document change/ download e-Aadhaar card) আধার কার্ড আমাদের জীবনের একটি অপরিহার্য পরিচয়পত্র হয়ে উঠেছে। আধার কার্ড ছাড়া কোন কাজই আজকাল প্রায় অসম্ভব। কিন্তু এই আধার কার্ডে নাম/ঠিকানা/জন্মসাল কোন একটি ভুল এলেই আমাদের তীব্র সমস্যার মধ্যে পড়তে হয়। এর থেকেও সমস্যাতর হল আধার কার্ডের এই ভুল তথ্য সংশোধন করা।

KJ Staff
KJ Staff
Change aadhar details
Aadhar card

আধার কার্ড আমাদের জীবনের একটি অপরিহার্য পরিচয়পত্র হয়ে উঠেছে। আধার কার্ড ছাড়া কোন কাজই আজকাল প্রায় অসম্ভব। কিন্তু এই আধার কার্ডে নাম/ঠিকানা/জন্মসাল কোন একটি ভুল এলেই আমাদের তীব্র সমস্যার মধ্যে পড়তে হয়। এর থেকেও সমস্যাতর হল আধার কার্ডের এই ভুল তথ্য সংশোধন করা। তাই সকলের সুবিধার্থে সহজ পদ্ধতিতে আধার কার্ড সংশোধন প্রক্রিয়া সম্পর্কে আজ আমরা আপনাদের জানাতে চলেছি।

সাধারণ মানুষ যাতে আধার কার্ড কোনরকম ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারেন, তার জন্য রয়েছে আধার কার্ডের সংশ্লিষ্ট সংস্থা ‘The Unique Identification Authority of India’ (UIDAI)। তথ্য পরিবর্তনের জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট http://uidai.gov.in/ -এ লগ ইন করতে হবে। UIDAI পোর্টাল গিয়ে নিজের সঠিক তথ্য দিতে হবে ৷ মোবাইল নম্বর ও লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে লাগবে না কোনও নথি৷ অন্যদিকে নামের ভুল থাকলে এই লিঙ্ক- https://ssup.uidai.gov.in/web/guest/update -এ ক্লিক করে নিজের আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করুন৷ এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে ৷ OTP ভেরিফিকেশনের করার পরে আপনাকে একটি BPO সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করে Submit বটনে ক্লিক করতে হবে। মনে রাখবেন, নাম বা ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে অ্যাড্রেস ও পরিচয় পত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে ৷

ডাউনলোড করুন ই-আধার কার্ড

মোবাইল অ্যাপের মাধ্যমে -

তথ্য পরিবর্তন তো করলেন এবার দরকার তা ডাউনলোডের। মোবাইল অ্যাপ mAadhaar (https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.mAadhaarPlus&hl=en_IN&gl=US) ব্যবহার করে মাত্র কয়েকটি পদক্ষেপেই যে কেউ তাঁর ই-আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে -

১) UIDAI –এর অফিসিয়াল ওয়েবসাইট http://uidai.gov.in/ -এ লগ ইন করুন।

২) এর পর ‘My Aadhaar’ অপশনে থেকে চয়ন করুন ‘Download Aadhaar’।

৩) এখন আপনাকে ‘I Have’ বিভাগ থেকে ‘Aadhaar’ অপশন সিলেক্ট করে ১২ সংখ্যার আধার নম্বর এন্টার করতে হবে।

৪) এই প্রক্রিয়ার পর ক্যাপচা কোড এন্টার করে ‘Send OTP’ অপশন চয়ন করুন।

৫) পরবর্তী পদক্ষেপে OTP এন্টার করে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

৬) এ বার আধারের ই-আধার কার্ড ডাউনলোড করতে ‘Verify And Download’ অপশনে ক্লিক করুন।

এছাড়া ভার্চুয়াল আইডি ব্যবহার করেও ডাউনলোড করা যেতে পারে e-Aadhar কার্ড।  

Image source - Google

Related link - (Link Aadhaar card with Jan Dhan account) জন ধন অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করুন আর সরকারের থেকে লক্ষ টাকার সুবিধা উপভোগ করুন

Published On: 18 November 2020, 11:14 AM English Summary: Want to change information in Aadhaar card? Modify or download e-Aadhaar card with just one click, apply on this way

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters