পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ খাদ্য সরবরাহ দপ্তরে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। কাজের প্রয়োজনীয়তা ও কর্মীর দক্ষতা অনুসারে চুক্তির সময়সীমা বাড়তে পারে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম:
সিনিয়র সফটওয়্যার ডেভলপার (SSD)
শূন্যপদ:
৩ টি।
শিক্ষাগত যোগ্যতা:
MCA অথবা B.E/ B.Tech/ IT তে M.Sc / কম্পিউটার সাইন্সে ফার্স্ট ক্লাস সঙ্গে সফটওয়্যার ডেভলপার নিয়ে অন্ততপক্ষে ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
প্রতি মাসে ৩২,০০০ টাকা।
পদের নাম:
ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর
শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
MCA অথবা B.E/ B.Tech/ IT তে M.Sc / কম্পিউটার সাইন্সে ফার্স্ট ক্লাস সঙ্গে সফটওয়্যার ডেভলপার নিয়ে অন্ততপক্ষে ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
প্রতি মাসে ৩২,০০০ টাকা।
আরও পড়ুন -Paddy farming in Haldiya: নোনা জমিতে ধান চাষ, হলদিয়ায় কৃষকদের পাশে বিদ্যুৎ উৎপাদক সংস্থা
পদের নাম:
সফটওয়্যার ডেভলপার (SD)
শূন্যপদ:
২ টি।
শিক্ষাগত যোগ্যতা:
MCA অথবা B.E/ B.Tech/ IT তে M.Sc / কম্পিউটার সাইন্সে ফার্স্ট ক্লাস সঙ্গে সফটওয়্যার ডিজাইন/ ডেভলপমেন্ট ডকুমেন্টেশন এন্ড ইম্প্লেমেন্টেশন সাপোর্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা।
বেতন:
প্রতি মাসে ২৭,০০০ টাকা।
পদের নাম:
টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল (TSP)
শূন্যপদ:
২৮ টি।
শিক্ষাগত যোগ্যতা:
MCA অথবা B.E/ B.Tech/ IT তে M.Sc / কম্পিউটার সাইন্সে ফার্স্ট ক্লাস সঙ্গে সফটওয়্যার ডিজাইন/ ডেভলপমেন্ট ডকুমেন্টেশন এন্ড ইম্প্লেমেন্টেশন সাপোর্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা। সফটওয়্যার ডেভলপার নিয়ে অন্ততপক্ষে ৬ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
প্রতি মাসে ৪০,০০০ হাজার টাকা
পদের নাম:
প্রজেক্ট ম্যানেজার
শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
B.E/ B.Tech/ IT তে M.Sc/ কম্পিউটার সাইন্স/ MCA তে ফার্স্ট ক্লাস সঙ্গে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন, ইম্প্লেমেন্টেশন সম্পর্কে জানতে হবে। সফটওয়্যার ডেভলপার এবং নেট টেকনোলজি নিয়ে অন্ততপক্ষে ৮ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। Microsoft Certified Database Administrator (MCDBA) এবং Microsoft Certified Solution developer (MCSD) সম্পর্কে জানা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন:
প্রতিমাসে ১,০০,০০০ টাকা।
আবেদন পদ্ধতি:
প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হল: https://food.wb.gov.in/ অনলাইনে আবেদন করতে পারবেন ১৭/০৯/২০২১ তারিখ পর্যন্ত।
অফিসিয়াল নোটিস দেখার লিংক:
Share your comments