পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBCS) বিভিন্ন পদে নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি (Govt Job Recruitment)

(Govt Job Recruitment) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এবং কয়েকটি অন্যান্য পরিষেবার বেশ কয়েকটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট দিতে হবে। প্রাথমিক পরীক্ষা কলকাতার বিভিন্ন কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে আনুমানিক মার্চ/এপ্রিল, ২০২১ -এ অনুষ্ঠিত হবে।

KJ Staff
KJ Staff
WBCS Job recruitment
Job recruitment exam, 2020 (Image credit - Google)

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এবং কয়েকটি অন্যান্য পরিষেবার বেশ কয়েকটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ডাব্লুবিপিএসসির অফিশিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in./ -এ লগ ইন করে আবেদন করতে হবে। এই পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট দিতে হবে। প্রাথমিক পরীক্ষা কলকাতার বিভিন্ন কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে আনুমানিক মার্চ/এপ্রিল, ২০২১ -এ অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ন তারিখ -

অনলাইনে আবেদন শুরু – ২৪ শে ডিসেম্বর, ২০২০ থেকে।

অনলাইনে আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ - ১৫ ই জানুয়ারী, ২০২১।

অনলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ - ১৫ ই জানুয়ারী, ২০২১।

অফলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ - ১৬ ই জানুয়ারী, ২০২১।

বয়স সীমা (Age limit) -

সাধারণ বিভাগের প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ২১ বছর এবং সর্বাধিক বয়সসীমা হতে হবে ৩৬ বছর। এসসি/এসটি প্রার্থীরা, বয়স সীমায় পাঁচ বছর গ্রেড পাবেন।

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষা, ২০২১ কে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে- গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি।

বেতন সংক্রান্ত বিবরণ -

গ্রুপ এ-

  • ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) - বেতন ৫৬,১০০ – ১,৪৪,৩০০
  • একীভূত পশ্চিমবঙ্গ রাজস্ব পরিষেবাতে রাজস্ব বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার- বেতন ৫৬,১০০ – ১,৪৪,৩০০
  • পশ্চিমবঙ্গ সমবায় সেবা- বেতন ৫৬,১০০ – ১,৪৪,৩০০
  • পশ্চিমবঙ্গ শ্রম পরিষেবা- ৫৬,১০০ – ১,৪৪,৩০০
  • পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ পরিষেবা- বেতন ৫৬,১০০ – ১,৪৪,৩০০
  • পশ্চিমবঙ্গ কর্মসংস্থান পরিষেবা (নিয়োগ অফিসার (প্রযুক্তিগত) পদ ব্যতীত) - বেতন ৫৬,১০০ – ১,৪৪,৩০০

গ্রুপ বি-

  • পশ্চিমবঙ্গ পুলিশ পরিষেবা - বেতন ৫৬,১০০ – ১,৪৪,৩০০

গ্রুপ সি-

  • সুপারিনটেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম/ ডেপুটি - সুপারিন্টেন্ডেন্ট, সেন্টার কারেকশনাল হোম - বেতন ৪২,৬০০ – ১,০৯,৮০০
  • জয়েন্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার - বেতন ৩৯,৯০০ – ১,০২,৮০০
  • ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজু্‌মার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজ্‌নেস প্র্যাকটিসেস - বেতন - ৩৯,৯০০ - ১,০২,৮০০
  • পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস - বেতন ৩৯,৯০০ – ১,০২,৮০০
  • পশ্চিমবঙ্গ অধস্তন ভূমি রাজস্ব পরিষেবা, গ্রেড – ১ - বেতন ৩৯,৯০০ – ১,০২,৮০০
  • সহকারী বাণিজ্যিক কর কর্মকর্তা - বেতন ৩৯,৯০০ – ১,০২,৮০০
  • জয়েন্ট রেজিস্ট্রার (পশ্চিমবঙ্গ রাজ্য ভোক্তা বিষয়ক বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশন - বেতন ৩৯,৯০০ – ১,০২,৮০০
  • অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার (সেচ) - বেতন ৩৫,৮০০ – ৯২,১০০
  • সংশোধনমূলক পরিষেবার প্রধান নিয়ামক- বেতন ৩৫,৮০০ – ৯২,১০০

গ্রুপ ডি -

  • সমবায় সমিতি পরিদর্শক - বেতন ৩২,১০০ – ৮২,৯০০
  • পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন বিভাগের আওতাধীন পঞ্চায়েত উন্নয়ন কর্মকর্তা - বেতন ৩২,১০০ – ৮২,৯০০
  • শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগের অধীনে পুনর্বাসন কর্মকর্তা - বেতন ৩২,১০০ – ৮২,৯০০

আরও পড়ুন - পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থায় রিক্রুটমেন্ট, ২০২১, দেখুন আবেদন পদ্ধতি (West Bengal State Electricity Transmission Company, Recruitment 2021)

Published On: 21 December 2020, 06:21 PM English Summary: West Bengal Public Service Commission Recruitment to various posts, see application procedure

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters