রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 1 October, 2020 1:29 PM IST
2020, Bank Holiday

করোনা পরিস্থিতিতে আনলকিং-এর এই পর্যায়ে ব্যাঙ্ক, পোস্টঅফিস সব জায়গায় সুরক্ষা মেনে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক না থাকায় পূর্বের তুলনায় ব্যাঙ্ক, পোস্টঅফিসে গ্রাহকদের ভিড় লক্ষ্য করার মতো। কিন্তু নির্ধারিত ছুটি ছাড়াও কিছু বিশেষ দিনের কারণে আগামী অক্টোবর মাসে রাজ্যে ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার জেরে গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে প্রতি রবিবার ছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকে। তবে এই অক্টোবরে এই দিনগুলি ছাড়া বিশেষ দিনবশত আরও বেশ কিছু ছুটি থাকায় ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। চলুন তাহলে দেখে নিন, এই মাসের কোন কোন দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে রাজ্যে -

ব্যাঙ্ক পরিষেবা বন্ধের দিন -

০২.১০.২০২০. (শুক্রবার) - আগামীকাল গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে দেশের সকল ব্যাঙ্কের সমস্ত শাখায় পরিষেবা বন্ধ থাকবে।

১০.১০.২০২০. (শনিবার) - মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।

২৩.১০.২০২০. (শুক্রবার) – দূর্গাপূজার মহাসপ্তমী উপলক্ষ্যে রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

২৪.১০.২০২০. (শনিবার) - দূর্গাপূজার মহাষ্টমী উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।

২৬.১০.২০২০. (সোমবার) - দূর্গাপূজার বিজয়াদশমী ও দশেরা উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ ও অন্যান্য কিছু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা রাখা হবে।

২৯.১০.২০২০. (বৃহস্পতিবার) মিলাদ-ই-শরিফ উপলক্ষ্যে কিছু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

৩০.১০.২০২০. (শুক্রবার) ঈদ-ই-মিলাদ উপলক্ষে অধিকাংশ রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

৩১.১০.২০২০. (শনিবার) লক্ষ্মীপূজা, বাল্মিকী জয়ন্তী ও সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, গুজরাত-সহ বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

Image source - Google

Related link - (Paddy collection at MSP) কৃষকদের জন্য রয়েছে বিশেষ সুখবর! আজ থেকে রাজ্যে এমএসপিতে ধান সংগ্রহ শুরু

(Poultry farming) পোল্ট্রি ফার্মিংয়ের জন্য পাওয়া যেতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে ৮ লক্ষ পর্যন্ত এককালীন ভর্তুকি

English Summary: What days will the bank be closed in October? Take a look at the holiday list
Published on: 01 October 2020, 01:29 IST