নারীদের জন্য সবথেকে বিপজ্জনক এখন ভারত - বলছে বিশ্বসমীক্ষা

বিশ্বসমীক্ষা, নারী, দেশ, Unsafe, ভারত, বিপজ্জনক।

KJ Staff
KJ Staff

মহিলাদের নিরাপত্তার দিক থেকে সব থেকে এখন বিপজ্জনক দেশ ভারত ।বিশ্বের বৃহত্তম সংবাদসংস্থা রয়টার্সের সেবামূলক শাখা-সংগঠন দ্য টাইমস রয়টার্স ফাউণ্ডেশণ থেকে গত ২৬ শে জুন প্রকাশিত একটি সমীক্ষা থেকে এই বিস্ফোরক তথ্যটি জানা যায়।

সমীক্ষা আনুসারে, বিপজ্জনক তালিকায় ভারতের স্থান আফগানিস্থান,সিরিয়া, সোমালিয়া, পাকিস্থান এবং কঙ্গোরও আগে। দীর্ঘদিন ধরে যুদ্ধে জর্জরিত যে দেশগুলিতে এখনও নারীদের স্বাধীনতা নেই- নারী নির্যাতনে তাদেরও ছাপিয়ে গেছে ভারত।

২০০৫ সাল থকে এখনও পর্যন্ত অন্তত ২ কোটি ভারতীয় মহিলা শুধুমাত্র হেনস্থার কারণে চাকরি ছেড়েছেন- এমনটাই পরিসংখ্যান থকে জানা যাচ্ছে। সরকারি পরিসংখ্যান প্রকাশিত তথ্য আনুসারে  ভারতে কমপক্ষে ৪০ জায়গায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটে। ২০১২ সালে দিল্লিতে গনধর্ষণের ঘটনার পর নিরাপত্তার বিপুল কড়াকড়ি হয়। তা সত্ত্বেও ২০১৬ সালে গোটা দেশে প্রায় ৪০ হাজার ধর্ষণের অভিযোগ জমা পড়ে পুলিসের কাছে।

আরও বেহাল অবস্থা অসংগঠিত ক্ষেত্রের মহিলা শ্রমিকদের- যারা অন্যের বাড়িতে কিংবা কলকারখানায় কাজ করেন। ইন্টারনাস্যানাল লেবার অর্গানাইজেশনের বিশেষজ্ঞ আয়া মাৎসুরার কথায়- ‘ এদের চিহ্নিত করা যায়না, তাই এদের বিচার পাইয়ে দেওয়া আরও কঠিন। এরা অদৃশ্য নির্যাতিতা’।

- জয়তী দে

Published On: 31 July 2018, 03:29 AM English Summary: Women are unsafe

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters