
বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের মধ্যে ৭টিই রয়েছে ভারতে। সবচেয়ে দূষিত গুরুগ্রাম। এমনই রিপোর্ট উঠে এল নয়া এক স্টাডিতে।
IQAir AirVisual ও গ্রিনপিসের প্রকাশিত একটি তথ্যে দেখা গিয়েছে, ২০১৮ সালে দূষিত শহরের তালিকায় সবার উপরে রয়েছে গুরুগ্রাম। দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভারতের ২টি শহর গাজিয়াবাদ ও ফিরোজাবাদ। শীর্ষ পাঁচে আরও তিনটি ভারতীয় শহর ছাড়াও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের ফয়জলাবাদ। দূষিত শীর্ষ ৩০টি শহরের মধ্যে ২২টিই ভারতের। চিনের রয়েছে পাঁচটি, পাকিস্তানের দুটি ও বাংলাদেশের একটি।
বিশ্ব ব্যাংক জানিয়েছে, দূষণের কারণে ভারতের উত্পাদনক্ষমতা ৮.৫% কমেছে। বেড়েছে অসুস্থতা। গ্রিনপিস দক্ষিণ-পূর্ব এশিয়ার এগজিকিউটিভ ডিরেক্টর ইয়েব সানো বলেছেন, 'দূষণের মারাত্মক প্রভাব পড়ে আমাদের স্বাস্থ্যে ও মানিব্যাগে।' তথ্য বলছে, আগের বছরের থেকে এ বার অনেক উন্নতি করেছে চিন। সেই তুলনায় ভারত বা পাকিস্থানের কোনো উন্নতিই আশাপ্রদ নয়।
তথ্য সূত্র: এই সময় পত্রিকা
- রুনা নাথ (runa@krishijagran.com)
Share your comments