বর্তমানে বিভিন্ন সংস্থা ও ছোটো উদ্যোক্তাদের উপড় ধীরে ধীরে আস্থা হারিয়ে যাচ্ছে, কারণ তারা তাদের কারবারকে একটি উদ্দেশ্যেই চালিত করছে সেটি হলো মুনাফা অর্জন করা, সেটা কোনো নিষ্পাপ প্রাণের বিনিময়েই হোক না কেন। আসলে এই দেশের এমনি অবস্থার সৃষ্টি হচ্ছে তার কারণ দেশের বেশীর ভাগ অংশেই জুয়াচুরির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং এক শ্রেণীর চাষীকে সম্পূর্ণ রূপে বোকা বানানো হচ্ছে। এই ভুয়ো বীজ সরবরাহকারী সংস্থাগুলিকে ধরার জন্য হায়দ্রাবাদের Legal Metrology Department থেকে আচমকা হানা মারা হয়, এবং ১৫৯ টি ভুয়ো বীজ ও সার সরবরাহকারী সংস্থার নাম নথিভুক্ত করা হয়, যারা সরকারি নীতি ও শর্তকে মেনে চলে না, এইসব সংস্থাগুলি নষ্ট হয়ে যাওয়া বীজ ও সার সরবরাহ করছে। এরা ওজনেও কারচুপি করছে। আচমকা হানার ফলে প্রায় ২.৩৫ কোটি টাকা মূল্যের বীজ ও সার বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের শাস্তিও নথিভুক্ত হয়েছে। কর্মকর্তারা হানা দেওয়ার সময় দেখেছেন যে বহু সংস্থারই সরকারি অনুজ্ঞা পত্র নেই এবং এরা বহুদিন ধরে ওজনে কারচুপি চালিয়ে যাচ্ছে, সবথেকে বেশি কেস নথিভুক্ত হয়েছে নিজামাবাদ জেলায়।
- প্রদীপ পাল
Share your comments