প্যানডেমিক পিরিয়ডে, লকডাউনে অনেকেই চাকরি হারিয়েছেন বা ছেড়েছেন৷ কিন্তু এমতাবস্থায় হতাশ হলে চলবে না৷ পুঁজি কম যাদের তারা কী কী ব্যবসা প্রাথমিক স্তরে শুরু করতে পারবেন তারই ধারণা দেওয়া হল এই প্রতিবেদনে৷ মহিলা-পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্করাই এই ব্যবসা দিয়ে উপার্জন (Profitable Business) করতে পারেন৷ মোটামুটি ২০ হাজার টাকার মধ্যে পুঁজি থাকলে খাম তৈরির ব্যবসা করার কথা পরিকল্পনা করতে পারেন৷
বর্তমান সময়ে আর্থিক অনটনের থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন বহু মানুষ৷ আর এক্ষেত্রে তাঁরা বেছে নিয়েছেন ব্যবসার পথ৷ আত্মনির্ভর হওয়ার পাশাপাশি নিজস্ব কিছু করার ওপরেই জোর দিচ্ছেন অনেকে৷ আর তা নিজেদের পুঁজি অনুযায়ী শুরু করছেন৷ যাঁর বিনিয়োগের ক্ষমতা বেশি তিনি বড় স্তরে ব্যবসা শুরু করছেন এবং যাঁর বিনিয়োগ ক্ষমতা কম এবং ব্যবসা সংক্রান্ত ধারণাও কম তাঁরা প্রাথমিকভাবে ছোট স্তরেই (Low Investment Business) ব্যবসাতে হাত লাগাচ্ছেন৷
অনেকেই ভাবতে পারেন বর্তমানে অনলাইনে যেখানে সমস্ত তথ্য আদান প্রদান করা সম্ভব সেখানে খামের প্রয়োজনীয়তা কোথায়৷ একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, সরকারি-বেসরকারি বহু অফিস, স্কলু-কলেজ, আদালত এমনই বিভিন্ন স্থানে আজও খামের প্রচলন রয়েছে৷ দূরে কোথাও কোনও ক্যুরিয়র করার ক্ষেত্রেও খামের প্রয়োজন অনস্বীকার্য৷ তাই এই প্রতিবেদনে এই খাম তৈরির ব্যবসা (Envelope Making Business) নিয়েই তুলে ধরা হবে৷
প্রথমেই আপনাকে একটি স্থান নির্বাচন করে নিতে হবে যেখানে আপনি এই খাম তৈরির কাজ করবেন৷ একটি কাটার মেশিন এবং একজন কর্মচারী প্রয়োজন হতে পারে এক্ষেত্রে৷ আপনি খাম তৈরির প্রয়োজনীয় কাঁচামাল, যেমন কাগজ এবং আঠা বাজার থেকে কিনে নিতে পারেন৷ আঠা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন৷ জিনিসপত্র আদানপ্রদানের জন্য নিজস্ব সাইকেল থাকলে কাজে সুবিধা হবে এবং অনেক সাশ্রয়ও হবে৷
সঠিকভাবে করতে পারলে এই ব্যবসা ক্ষতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে৷ বাজারের চাহিদা অনুযায়ী করতে পারলে, বা কোনও প্রতিষ্ঠান বা বড় দোকানের সঙ্গে চুক্তি করতে পারলে আপনার মাসিক উপার্জন (Monthly Income) নিশ্চিত হতে পারে৷ আপনি কত খাম তৈরি করে বিক্রি করতে পারছেন তার ওপর এই অঙ্ক অনেকটাই নির্ভর করছে৷
আপনি চাইলে পার্ট-টাইমে এই ব্যবসা করতে পারেন অথবা ফুল-টাইমও করতে পারেন৷ গ্রিটিংস কার্ডের জন্য খাম, বা ক্যুরিয়রের জন্য প্রয়োজনীয় খাম, অথবা অফিস বা অনুষ্ঠানের জন্য, প্রত্যেকটি ক্ষেত্রেই বিভিন্ন ধরণের, বিভিন্ন কাগজে তৈরি করা হয় খাম৷ তাই সেই অনুযায়ী কাগজ কিনতে হবে৷ চাইলে ডিজাইনার খামও তৈরি করতে পারেন৷ এভাবে বাড়িতে বসেই কম পুঁজিতে আপনি আপনার নিজস্ব ব্যবসা (Low Investment Business) শুরু করে দিতে পারবেন৷
আরও পড়ুন- ধূপকাঠির ব্যবসায় (Incense Sticks Business) খুব সহজেই উপার্জন করুন, হয়ে উঠুন আত্মনির্ভর
বাড়িতে বসেই এই ব্যবসা (Broom Making Business) শুরু করুন, মাসের শেষে প্রচুর উপার্জনের সুযোগ
Share your comments