Cow Dung Business- কৃষকরা কম সময়ে স্বল্প ব্যয়ে এই ব্যবসায় লাভ করতে পারেন প্রচুর মুনাফা

কৃষকবন্ধুরা অনেকেই এই ব্যবসা সম্পর্কে ওয়াকিবহাল না থাকায় অর্জিত টাকা এই ব্যবসাতে বিনিয়োগ করতে চান না৷ তবে যারা কৃষির বাইরে বর্তমান পরিস্থিতিতে বিকল্প হিসেবে বা অতিরিক্ত অর্জন করতে চাইলে গোবরকে ব্যবসার মাধ্যম করতে পারেন৷

KJ Staff
KJ Staff
Cow Dung Business
Cow Dung (Image Credit - Google)

যারা পশুপালন করেন, তাদের জন্য গরুর দুধ এবং দুগ্ধজাত সামগ্রীই যে ব্যবসাতে লাভের মুখে দেখাবে তা নয়, গরুর বর্জ্য বা গোবর দিয়েও আপনি ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন৷ বর্তমানে কঠিন পরিস্থিতিতে এমনিতেই ব্যবসা-বাণিজ্য ধাক্কা খেয়েছে অনেকটাই৷ আর সেখানেই পুঁজি বেশি বিনিয়োগ করা থেকে অনেকেই পিছিয়ে আসছেন৷ আর ঠিক এই সময়ে দাঁড়িয়ে স্বল্প পুঁজি বিনিয়োগে গোবর থেকে আয় করা যেতে পারে৷

তবে অনেকেই এই ব্যবসা সম্পর্কে ওয়াকিবহাল না থাকায় অর্জিত টাকা এই ব্যবসাতে বিনিয়োগ করতে চান না৷ তবে যারা কৃষির বাইরে বর্তমান পরিস্থিতিতে বিকল্প কাজ হিসেবে বা অতিরিক্ত অর্জন করতে চাইছেন, তারা গোবরকে ব্যবসার মাধ্যম করতে পারেন৷ তবে এই কাজে এগিয়ে যাওয়ার আগে প্রাথমিক ধারণা স্পষ্ট করে নিতে হবে অবশ্যই৷ 

তুলনামূলকভাবে অন্যান্য ব্যবসার থেকে এই ব্যবসাতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না৷ সঠিক উপায়ে করতে পারলে উপার্জনও মন্দ হয় না৷ গোবর দিয়ে বিভিন্নভাবে ব্যবসা শুরু করা যেতে পারে৷ যাদের বাড়িতে খামার রয়েছে, গরু রয়েছে তাদের পক্ষে খুবই সুবিধাজনক এই ব্যবসায় প্রবেশ করা৷

কম পুঁজিতে ব্যবসা (Low Budget Business) -

অনেকেই হয়তো জানেন না কাগজ তৈরির ক্ষেত্রে গোবরের প্রয়োজন হয়৷ তাই কাগজ তৈরির ব্যবসা শুরু করা যেতে পারে৷ গোপালক হলে এই ব্যবসার ক্ষেত্রে আরও সুবিধা হয়৷ গোবর থেকে তৈরি কাগজের মান বেশ উন্নত। তৈরি করা যেতে পারে ক্যারি ব্যাগও৷ দেশে যখন প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নিষেধ করা হচ্ছে, সেখানে জৈব উপাদানে তৈরি ক্যারি ব্যাগের চাহিদা বাড়ছে এবং সেই সঙ্গে এটি পরিবেশ বান্ধবও৷

তবে কাগজ তৈরির থেকেও বহুগুণ বেশি এই গোবর কাজে লাগানো হয় ভেজিটেবল ডাই-এর ক্ষেত্রে৷ এটি রাসায়নিক মুক্ত হওয়ায় ভেজিটেবল ডাই এবং উদ্দিজ্জ রঙ হিসেবে এর ব্যবহার প্রচলিত৷ অবিশ্বাস্য মনে হলেও, বড় পাত্রে গোবর এবং জল দিয়ে সারারাত সূতির কাপড় ভিজিয়ে রেখে তা ব্লিচ করেন অনেকে৷ এই ভেজিটেবল ডাই-এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ৷

আরও পড়ুন - Zero Budget Business - লকডাউনে এই ব্যবসা দেবে আপনাকে প্রচুর আয়ের সুযোগ

গোবর দিয়ে ব্যবসার আরও একটি জনপ্রিয় দিক হল ঘুঁটে ব্যবসা৷ জ্বালানি হিসেবে এর চাহিদা রয়েছে ভালোই৷ বর্তমানে অনলাইনেও ঘুঁটে প্যাকেট, কেজি বা পিস হিসেবে বিক্রি হয়৷ পশুপালকদের মধ্যে অনেকের কাছেই ঘুঁটে একটি জনপ্রিয় ব্যবসার মধ্যে অন্যতম, যার মাধ্যমে কম সময়ে, কম খরচে লাভের মুখ দেখা সম্ভবপর হয়৷ এছাড়া জৈব সার হিসেবেও গোবরের ব্যবহার হয়ে থাকে৷

আরও পড়ুন - Medicinal Plant Farming - ঔষধি উদ্ভিদের চাষ করে আয় করুন প্রচুর মুনাফা

Published On: 23 June 2021, 02:25 PM English Summary: Farmers can make a lot of profit From Cow Dung Business

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters