বাড়িতে বসে যে মহিলারা কাজ বা ব্যবসা করে উপার্জন করতে চাইছেন তাদের জন্যও রয়েছে প্রচুর সুযোগ৷ নিজের দৈনন্দিন কাজের থেকে সময় বের করে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন৷ সেই ব্যবসা আপনি কোন স্তরে (ছোট বা বড়) করতে চাইছেন সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে আপনাকে৷ এর সবটাই নির্ভর করছে আপনার ওপর৷
বাড়ি থেকে শুরু করা যায় এমন বহু ব্যবসা রয়েছে মহিলাদের জন্য, যেখানে বিনিয়োগেরও বিশেষ (Zero Investment Business) প্রয়োজন হয় না৷ এই তালিকায় সহজ ব্যবসাগুলি কী কী চলুন জেনে নেওয়া যাক৷
কাপড়ে এম্ব্রয়ডারির ব্যবসা (Cloth Embroidery Business)
কাপড়ের ওপর এম্ব্রয়ডারির কাজ বরাবরই জনপ্রিয়৷ এই কাজে একটি সাধারণ পোশাকও আকর্ষণীয় হয়ে উঠতে পারে৷ এই ধরণের কাপড় বা পোশাকের চাহিদাও রয়েছে যথেষ্ট৷ তাই বাড়িতে বসে কাজ করে একইসঙ্গে উপার্জন এবং লাভ করতে চাইলে মহিলারা কাপড়ে এম্ব্রয়ডারির ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করতেই পারেন৷
বেবি সিটিং ব্যবসা (Baby Sitting Business)
অনেক মহিলা যেমন বাড়িতে থেকে কাজের সুযোগ পান, অনেককেই আবার বাড়ির বাইরেও বের হতে হয়৷ বর্তমানে বেশিরভাগ মহিলাই চাকুরিরতা এবং তাদের বাড়িতে সন্তানকে রেখে চাকরি যাওয়া সমস্যার হয়ে দাঁড়ায়৷ সন্তানের দেখভাল যেখানে প্রশ্নের মুখে দাঁড়ায়, সেখানে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই অনেকে নেন৷ কিন্তু অনেকে এর বিকল্পের পথেও হাঁটেন৷ আর তারা বেবি সিটার বা ন্যানি রাখেন বাড়িতে৷ যে সন্তানের যত্ন করবে, তার দেখভাল করবে টাকার বিনিময়ে৷ এই ধরণের কাজও আজকাল জনপ্রিয় হচ্ছে৷ ক্রেশও যেমন জনপ্রিয়, তেমনই বেবি সিটার-এর চাহিদাও বাড়ছে উত্তরোত্তর৷
ফটোগ্রাফির ব্যবসা (Photocopy & Photography Business) -
গ্রামে আপনি ফটোগ্রাফির দোকান খুলতে পারেন৷ তবে এই ব্যবসা শুরু করার জন্য ফটোগ্রাফি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক৷ সেই সঙ্গে ভিডিওগ্রাফি শিখে, সেই ব্যবসাও শুরু করতে পারেন একইসঙ্গে৷ বিভিন্ন অনুষ্ঠানে এই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রচুর চাহিদা রয়েছে শহর থেকে গ্রাম সর্বত্র৷ তাই এই ব্যবসা আপনাকে নিরাশ করবে না৷ আর এতে উপার্জনও ভালো৷ গ্রামে যুবকরা তাই নিজস্ব ব্যবসা শুরু করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন৷
ট্রাভেল এজেন্সি (Travel Agency) -
অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে হলে ফ্লাইট, রেল আর বাসের টিকিট বুকিংয়ের ব্যবসার কথা ভাবতে পারেন। ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসায় প্রয়োজন কম্পিউটার, ইন্টারনেট আর এজেন্ট হওয়ার জন্য অনুমতি। বাড়িতে বসে স্বল্প মূলধনে ব্যবসা করতে চাইলে সব থেকে সহজ উপায় হল হোস্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ভর করে হোস্ট এজেন্সির উপর কিন্তু তা ১০ হাজার টাকার মধ্যে রাখা সম্ভব।
কাস্টমাইজড গয়না তৈরি (Customized Jewelry Making) -
নতুন ধরণের গয়না তৈরি করুন, অভিনবত্ব আনুন গয়নার ডিজাইন, স্টাইল আর উপকরণে। অনলাইনে ব্যবসা করুন। ১০ হাজার টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন। এই ধরণের গয়না তৈরির উপকরণ সহজেই পাওয়া যায় কলকাতার বিভিন্ন বাজারে। পছন্দ মতো উপকরণ সংগ্রহ করে বাড়িতে বসে সহজেই বানিয়ে ফেলুন গয়না।
আরও পড়ুন - আলু সংরক্ষণের জন্য বাড়িতে হিমঘর তৈরি করে নজির করলেন পশ্চিমবঙ্গের এই কৃষক (Homemade Cold Storage)
Share your comments