'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 22 June, 2020 8:36 PM IST

লকডাউনের (Lockdown) ফলে মানুষের আর্থিক পরিস্থিতি সঙ্কটে৷ পকেটে যেমন টান পড়েছে, তেমনই হেঁসেলেও৷ আর এভাবেই ব্যহত হয়েছে স্বাভাবিক জনজীবন৷ কিন্তু এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোরও উপায় রয়েছে অনেক৷ একে করোনা ভাইরাস, তার ওপর প্রাকৃতিক বিপর্যয়, পঙ্গপালের হানা, ভূমিকম্প, এমনই বিভিন্ন সমস্যায় জর্জরিত জনজীবন৷ কেউ চাকরি হারিয়েছে, কেউবা কম বেতনে সমঝোতা করেছে, আর কারও কারও কাছে জমা পুঁজিই ভরসা৷ কিন্তু বেঁচে থাকতে প্রয়োজন অর্থের নিরন্তর জোগান৷ আর কাজই যেখানে বহু ক্ষেত্রে থমকে সেখানে উপায়?

তবে প্রত্যেক অন্ধকারের পিছনেই আশার আলো থাকে৷ বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে যতটুকু ব্যয় না করলেই নয় ততটুকুই ব্যয় করার পথে হাঁটছেন অনেকে৷ কিন্তু তারপরেও বহু জরুরি প্রয়োজন থাকে, যার জন্য হয়তো এখনই টাকার দরকার৷ এমতাবস্থায় টাকা পাবেন কোথা থেকে? এই প্রতিবেদনে সেই বিষয়েই উল্লেখ করা হবে৷

প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (PF Account)- আপনি যদি চাকরি করছেন এখনও তাহলে পকেটে টান পড়লে হাত দিতে পারেন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে৷ যদিও আপনি এই অ্যাকাউন্ট থেকে সবথেকে বেশি ৭৫ শতাংশ টাকা তুলতে পারবেন৷

মুদ্রা লোন যোজনা (Mudra Loan Yojana)- যদি আপনি বড় স্তরে ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আপনি মুদ্রা লোনের সাহায্য নিতে পারেন৷ এর মাধ্যমে আপনি ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আপনি৷ এবং এই লোন পরিশোধের জন্য ৫ বছ পর্যন্ত সময় পেতে পারেন৷

প্রসঙ্গত, মোদী সরকার এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সূচণা করেছিলেন আগেই৷ অনেকেই রয়েছেন যারা ব্যাঙ্কের নিয়ম সম্পূর্ণ পালন করতে না পারার জন্য ঋণ বা লোনের সুবিধা পাননি এবং ব্যবসা শুরু করার স্বপ্ন ধাক্কা খেয়েছে৷ তাদের কথা ভেবেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়৷

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ভিত্তিতে যে ব্যক্তিদের নাম কোনও কুটির শিল্পের সঙ্গে যু্ক্ত রয়েছে বা যার কাছে পার্টনারশিপের খসড়া বা দলিলপত্র রয়েছে তারা এই লোন নেওয়ার সুযোগ পাবে৷

এই যোজনায় তিন ভাগে ঋণের টাকা দেওয়া হয়ে থাকে৷ সরকার একে শিশু ঋণ, কিশোর ঋণ, তরুণ ঋণ এই তিনভাগে ভাগ করেছে৷

গোল্ড লোন (Gold Loan)- যদি আপনার বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আপনি গোল্ড লোনে ভরসা করতে পারেন৷ এর মাধ্যমে আপনার বাড়িতে মজুত সোনা ব্যাঙ্কে জমা রেখে লোন নিতে পারেন৷ আপনার আর্থিক পরিস্থিতি ঠিক হলে সেই লোন পরিশোধ করে ফের আপনি আপনার সোনা ফেরত পেয়ে যেতে পারেন৷

সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ (Govt. Schemes)- এছাড়া টাকার প্রয়োজনে আপনি সরকারি প্রকল্পগুলিতেও চোখ রাখতে পারেন৷ ছোট কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে সরকারি লোনের সাহায্য পেতে পারেন৷ যার মাধ্যমে আপনি সহজেই নিজের ব্যবসা শুরু করে উপার্জন করতে পারবেন৷ এবং ধীরে ধীরে সেই লোন পরিশোধ করে দিতে পারবেন৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন-  প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্ট (PM-JDY) নিউ আপডেট- জুনের পরেও পাবেন টাকা

English Summary: If your income is stopped during lockdown you can arrange money in these four ways
Published on: 22 June 2020, 08:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)