এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 22 June, 2020 8:36 PM IST

লকডাউনের (Lockdown) ফলে মানুষের আর্থিক পরিস্থিতি সঙ্কটে৷ পকেটে যেমন টান পড়েছে, তেমনই হেঁসেলেও৷ আর এভাবেই ব্যহত হয়েছে স্বাভাবিক জনজীবন৷ কিন্তু এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোরও উপায় রয়েছে অনেক৷ একে করোনা ভাইরাস, তার ওপর প্রাকৃতিক বিপর্যয়, পঙ্গপালের হানা, ভূমিকম্প, এমনই বিভিন্ন সমস্যায় জর্জরিত জনজীবন৷ কেউ চাকরি হারিয়েছে, কেউবা কম বেতনে সমঝোতা করেছে, আর কারও কারও কাছে জমা পুঁজিই ভরসা৷ কিন্তু বেঁচে থাকতে প্রয়োজন অর্থের নিরন্তর জোগান৷ আর কাজই যেখানে বহু ক্ষেত্রে থমকে সেখানে উপায়?

তবে প্রত্যেক অন্ধকারের পিছনেই আশার আলো থাকে৷ বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে যতটুকু ব্যয় না করলেই নয় ততটুকুই ব্যয় করার পথে হাঁটছেন অনেকে৷ কিন্তু তারপরেও বহু জরুরি প্রয়োজন থাকে, যার জন্য হয়তো এখনই টাকার দরকার৷ এমতাবস্থায় টাকা পাবেন কোথা থেকে? এই প্রতিবেদনে সেই বিষয়েই উল্লেখ করা হবে৷

প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (PF Account)- আপনি যদি চাকরি করছেন এখনও তাহলে পকেটে টান পড়লে হাত দিতে পারেন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে৷ যদিও আপনি এই অ্যাকাউন্ট থেকে সবথেকে বেশি ৭৫ শতাংশ টাকা তুলতে পারবেন৷

মুদ্রা লোন যোজনা (Mudra Loan Yojana)- যদি আপনি বড় স্তরে ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আপনি মুদ্রা লোনের সাহায্য নিতে পারেন৷ এর মাধ্যমে আপনি ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আপনি৷ এবং এই লোন পরিশোধের জন্য ৫ বছ পর্যন্ত সময় পেতে পারেন৷

প্রসঙ্গত, মোদী সরকার এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সূচণা করেছিলেন আগেই৷ অনেকেই রয়েছেন যারা ব্যাঙ্কের নিয়ম সম্পূর্ণ পালন করতে না পারার জন্য ঋণ বা লোনের সুবিধা পাননি এবং ব্যবসা শুরু করার স্বপ্ন ধাক্কা খেয়েছে৷ তাদের কথা ভেবেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়৷

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ভিত্তিতে যে ব্যক্তিদের নাম কোনও কুটির শিল্পের সঙ্গে যু্ক্ত রয়েছে বা যার কাছে পার্টনারশিপের খসড়া বা দলিলপত্র রয়েছে তারা এই লোন নেওয়ার সুযোগ পাবে৷

এই যোজনায় তিন ভাগে ঋণের টাকা দেওয়া হয়ে থাকে৷ সরকার একে শিশু ঋণ, কিশোর ঋণ, তরুণ ঋণ এই তিনভাগে ভাগ করেছে৷

গোল্ড লোন (Gold Loan)- যদি আপনার বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আপনি গোল্ড লোনে ভরসা করতে পারেন৷ এর মাধ্যমে আপনার বাড়িতে মজুত সোনা ব্যাঙ্কে জমা রেখে লোন নিতে পারেন৷ আপনার আর্থিক পরিস্থিতি ঠিক হলে সেই লোন পরিশোধ করে ফের আপনি আপনার সোনা ফেরত পেয়ে যেতে পারেন৷

সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ (Govt. Schemes)- এছাড়া টাকার প্রয়োজনে আপনি সরকারি প্রকল্পগুলিতেও চোখ রাখতে পারেন৷ ছোট কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে সরকারি লোনের সাহায্য পেতে পারেন৷ যার মাধ্যমে আপনি সহজেই নিজের ব্যবসা শুরু করে উপার্জন করতে পারবেন৷ এবং ধীরে ধীরে সেই লোন পরিশোধ করে দিতে পারবেন৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন-  প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্ট (PM-JDY) নিউ আপডেট- জুনের পরেও পাবেন টাকা

English Summary: If your income is stopped during lockdown you can arrange money in these four ways
Published on: 22 June 2020, 08:28 IST