প্রতি বছর ২৩ ডিসেম্বর ভারতে কৃষক দিবস হিসাবে পালিত হয় । আজ গোটা দেশ অন্নদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাবে । যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে । তাদের নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতে আজ গোটা দেশে গর্বের সাথে পালিত হবে কৃষক দিবস।
ভারত একটি কৃষিপ্রধান দেশ । আজও ভারতবর্ষে অর্ধেকের বেশি জনসংখ্যা কৃষি কাজের সাথে যুক্ত । বলা বাহুল্য, ২৩ শে ডিসেম্বর দেশের পঞ্চম প্রধানমন্ত্রী এবং প্রবীণ কৃষক নেতা চৌধুরী চরণ সিং এর জন্মদিন । তিনি দেশের অন্ন দাতাদের স্বার্থে এবং কৃষির জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন । তাঁর স্মতির উদ্দ্যেশ্যে সারা দেশ ব্যাপি কৃষক দিবস হিসাবে পালিত হয় । চৌধুরী চরণ সিং বলতেন, কৃষকদের অবস্থার পরিবর্তন করতে হবে, তবেই দেশ এগোবে।
চৌধুরী চরণ সিং, মাত্র কয়েক মাস দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কৃষক ও কৃষি খাতে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেশের অন্যতম কৃষক নেতা হিসেবে পরিচিত ছিলেন । ২০০১ সালে, ভারত সরকার কৃষি খাত এবং কৃষকদের স্বার্থে তার কাজের জন্য ২৩শে ডিসেম্বর কৃষক দিবস হিসাবে উৎযাপন করার সিদ্ধান্ত নেয় । তারপর থেকে প্রতি বছর এই দিনে গোটা দেশ কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
আরও পড়ুনঃ সুখবর রাজ্যবাসীর জন্য! এবার থেকে কলকাতার এই রুটে রাতেও চলবে বাস
২৩ শে ডিসেম্বর, ১৯০২ সালে উত্তর প্রদেশের এক কৃষক পরিবারে চৌধুরী চরণ সিং জন্মগ্রহণ করেন। তিনি গান্ধী দ্বারা খুব প্রভাবিত ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্যও লড়াই করেছিলেন। স্বাধীনতার পর তিনি কৃষকদের স্বার্থে কাজ শুরু করেন। তাঁর রাজনীতি প্রধানত গ্রামীণ ভারত, কৃষক ও সমাজতান্ত্রিক নীতির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল।
আরও পড়ুনঃ জয় কিষান জয় বিজ্ঞান সপ্তাহ পালন করবে কৃষি জাগরণ
তিনি দুবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন । তবে তার মেয়াদ বেশিদিন স্থায়ী হয়নি। তা সত্ত্বেও, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি ভূমি সংস্কার বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করেছিলেন । উত্তরপ্রদেশ জমিদারি ও ভূমি সংস্কার বিলের খসড়া তৈরি করেছিলেন চৌধুরী চরণ সিং নিজেই।