মানব স্বাস্থ্যের পক্ষে পেঁপে খাদ্য হিসাবে অত্যন্ত সুপাচ্য ও উপাদেয়। তবে পেঁপের খোসার রসের গুণাগুণ হয়তো অনেকেই জানে না। তবে জানুন পেঁপের খোসার রসের উপকারিতা।
পেঁপে খোসার রসের সবথেকে বড় উপকারিতা হল শারীরিক অনাক্রম্যতা বৃদ্ধি করা ও এর সাথে সাথে মানব শরীরে ব্যাকটেরিয়ার গ্রোথকে ব্যাহত করতে সাহায্য করে। এছাড়া পেঁপে পাতার রস ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগীদের জন্য সঞ্জীবনীস্বরূপ, কারণ এই রস রক্তে কমতে থাকা অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে, সাথে শারীরিক দুর্বলতাকে কাটিয়ে দৃঢ়তাকে ফিরিয়ে আনে। পেঁপের খোসার রস এর সবথেকে বড় উপকারিতা হল এটি অ্যান্টিকার্সিনোজেন হিসাবে কাজ করে, তাছাড়া ক্যান্সার রোগীদের শরীরে ক্যান্সার কোশ ছড়িয়ে পরতে বাধা দেয়। সুতরাং, পেঁপে ফলের সাথে সাথে তার খোসার সেবন করাটাও বিশেষভাবে জরুরি।
- প্রদীপ পাল
Share your comments