মরগান ভেগ, ওরীগণের রীড কলেজের বায়োলজির ছাত্রী, পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে এমন এক ব্যাকটেরিয়া সন্ধান পেলেন যা প্লাস্টিককে ভেঙে আরও কম ক্ষতিকর বাই-প্রোডাক্ট পরিণত করে ও মাটির সাথে মিশে যায়। এই রিসার্চ হয়তো সামনের দিনে পৃথিবীতে প্লাস্টিকের দূষণের মাত্রা কমাবে। মরগান ভেন মনে করেন যদি এই ব্যাকটেরিয়ার বিকাশের মাত্রা বাড়ানো যায় তবে আগামী দিনে বিশ্বব্যাপী প্লাস্টিকের সমস্যা মেটানো যাবে। তার কথায় “আমি যখন প্লাস্টিক বর্জ্যের পরিসংখ্যান সম্বন্ধে জানতে শুরু করলাম ও তার ক্ষতিকর প্রভাবগুলি সম্পর্কে বুঝতে শিখলাম তখন মনে হল আমাদের সামনে সত্যিই ভয়ানক দিন অপেক্ষা করছে, আমাকে তার সমাধান বার করতেই হবে।” তিনি এই ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পেয়ে যা সত্যিই PET-কে হজম করতে পারে। যদিও তিনি সাবধান করেন যে এখনও এই গবেষণায় অনেক পথ অতিক্রম করা বাকি। ‘প্লাস্টিক খেকোর’ প্লাস্টিক হজম করার মাত্রা না বাড়লে প্লাস্টিককে খতম করা যাবে না।
- তন্ময় কর্মকার
Share your comments