তেলতেলে ত্বকের সহজ সমাধান

আপনার শরীর কতটা সুস্থ তার প্রতিফলন হয় আপনার ত্বকে। আসুন দেখি অয়েলি ত্বকের কারণ

KJ Staff
KJ Staff
oily skin
Oily skin

ত্বক পরিষ্কার রাখার জন্য আপনি যতই দামি প্রসাধনী ব্যবহার করুন, খাদ্যতালিকায় বদল না আনলে সুন্দর উজ্জ্বল ত্বক পাওয়া অসম্ভব। আপনার শরীর কতটা সুস্থ তার প্রতিফলন হয় আপনার ত্বকে। আসুন দেখি অয়েলি ত্বকের কারণ।

অয়েলি ত্বকের কারণ

  1. বংশগত: বংশগত কারণে ত্বক তেলতেলে হতে পারে।
  2. বয়ঃসন্ধি: বয়ঃসন্ধি কালে বিভিন্ন হরমোনের বদলের ফলে ত্বক তেলতেলে হয় ও ব্রণ হতে পারে।
  3. ঋতুচক্র: ঋতুকালে মহিলাদের ত্বকে নানা সমস্যা দেখা যায়।
  4. ঘাম: বেশি ঘাম হলে ত্বকে তেলতেলে ভাব দেখা যায়।
  5. জন্ম নিরোধক: অনেক মহিলা জন্ম নিরোধক ওষুধ ব্যবহারকালে ত্বকের নানা সমস্যায় ভোগেন।
  6. খারাপ জীবনশৈলী: নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্যের অভাবেও ত্বকে নানা সমস্যা হয়।
  7. জল কম পান করা: পর্যাপ্ত পরিমাণ জল না খেলেও ত্বক অপরিস্কার ও দাগ ছোপ দেখা যায়।
  • বর্ষায় ত্বক ভালো রাখতে এবং অয়েলি ভাব কমাতে কি কি খাদ্য তালিকা থেকে বাদ দেবেন দেখে নিন।

তেলে ভাজা

সিঙ্গারা, চপ, পাকোড়া ইত্যাদি আমাদের ত্বকের কতটা ক্ষতি করে তা আমরা অনেকেই লক্ষ্য করিনা। এগুলো বাদ দিন।

রিফাইন্ড শস্য

কেক, কুকি, ক্যান্ডি, পাস্তা ইত্যাদি দিনের পর দিন খেতে থাকলে ত্বকের ক্ষতি হয়। কারণ রিফাইন্ড শস্যতে ফাইবার ও অন্যান্য পুষ্টিগুণ থাকে না, এবং উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স থাকায় রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে।

বিভিন্ন মিষ্টি

সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে জিলিপি ও বিভিন্ন মিষ্টি যেমন মিল্ক চকলেট, কেক, বিস্কুট, আইসক্রিম ইত্যাদি খাওয়া আজই বন্ধ করুন।

বদলে র সুগার, মধু, তাজা ফল ইত্যাদি খান। সফট ড্রিঙ্কের বদলে ডাবের জল, লেবুর জল ইত্যাদি খেতে পারেন।

দুগ্ধজাত খাদ্য

মাখন, ক্রিম, ঘি, চীজ ইত্যাদি খাওয়া বন্ধ করুন। বদলে সয় মিল্ক ও আমন্ড মিল্ক খেতে পারেন।

এছাড়া দই খান, রায়তা, ছাঁচ ও খেতে পারেন।

প্রসেসড ফুড

ত্বকের উজ্জ্বলতা রক্ষা করতে সসেজ, বেকন, স্টিক্স ইত্যাদি প্রসেসড ফুড খাওয়া আজই বন্ধ করুন। তাজা মাংস খান বদলে। প্যাকেটজাত স্যুপ, নুডলস ইত্যাদির বদলে সবসময় তাজা খাদ্য গ্রহণ করুন।

  • ত্বক ভালো রাখতে কি কি খাবেন না তা তো জানালাম, এবার আসুন দেখি খাদ্য তালিকায় কি কি খাবার রাখবেন।

জল

পর্যাপ্ত পরিমাণ জল শরীরের ক্ষতিকর টক্সিন বাইরে বের করে দেয়, মেটাবলিজম বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায়, ত্বক পরিষ্কার রাখে। দিনে কম করে 8-10 গ্লাস জল পান করুন।

কাঁচা খাদ্য 

পিচ, পাম, জাম, আম(অন্তত 20 মিনিট ধরে জলে ডোবানো), তরমুজ, শশা ইত্যাদি রোজের খাদ্যতালিকায় যোগ করুন।

সাইট্রাস আপনার ত্বকের অয়েলি ভাব কমাতে খুবই সাহায্য করে। লেবুর শরবত এবং দিনে অন্তত 2টি কমলালেবু আপনার ত্বকের পক্ষে খুবই উপকারী।

ত্বক ভালো রাখতে কি খাবেন আর কি খাবেন না তা আমরা আলোচনা করলাম। আসুন দেখে নিই এমন কিছু মরশুমি ফল যা ত্বকে ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে আপনি ত্বককে সুন্দর করে তুলতে পারবেন।

অয়েলি ত্বকের জন্য পামের ম্যাজিক

তাজা পাম ফল চটকে ত্বকে লাগালে বা ঘষে লাগালে অয়েলি ভাব কমতে সাহায্য করে। 

কিউকাম্বার কুলার

2 চা চামচ মুলতানি মাটির সঙ্গে 1 টি শশা ঘষে মিশিয়ে ত্বকে লাগালে অয়েলি ভাব কমে। 

মিন্ট স্ক্রাব

2 চা চামচ লাল মুসুর ডালের গুঁড়োর সঙ্গে 2 চা চামচ তাজা মিন্ট বাটা ও অল্প গোলাপজল মিশিয়ে রোজ ত্বকে লাগালে অয়েলি ভাব কমবে এবং ত্বক উজ্জ্বল হবে। 

- Sushmita Kundu(sushmita@krishijagran.com)

Published On: 11 December 2018, 03:29 PM English Summary: Problem solving tips for oily skin

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters