নম্বরের ইঁদুর দৌড়ে নামানোর প্রচেষ্টা করা হচ্ছে এবার ব্যবসায়ীদেরও। বঙ্গ ব্যবসায়ে ভাঁড়ে মা ভবানী অবস্থা কেন হচ্ছে তাই নিয়ে একটি গবেষণা করা হবে। যেই গবেষণার মূল লক্ষ্য হবে দুটি প্রধান বিষয়, প্রথমটি হল বঙ্গের সফল ব্যবসায়ীদের খোঁজ করা ও তাদের সাফল্যের কারণ জানা ও দ্বিতীয়টি হল ব্যবসায়ী সাফল্যের সাথে শিক্ষাকে যুক্ত করা যায় কিনা ইত্যাদি।
মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলোজি-র ছাত্রছাত্রীরা কিছু পেশামুখী পাঠক্রম চালু করার চেষ্টা করছেন, বিভিন্ন বেসরকারি কলেজে এই বিষয়ের উপর উনিশটি পাঠক্রম চালু করার একটি চিন্তাভাবনা চলছে। এই বিষয় গুলিতে জামাকাপড়ের থেকে শুরু করে পোলট্রি শিল্পের মাধ্যমে কিভাবে পেশায় নিযুক্ত হওয়া বা করা যায় তার বিস্তারিত তথ্যাদি যুক্ত হবে বলে জানা গেছে।
এই পাঠক্রমের মাধ্যমে মধ্যম ও নিম্ন প্রকৃতির ব্যবসায়ীদের প্রশিক্ষিত করে তোলা হবে এমনকি সফল ব্যবসায়ীদেরও মুনাফা বৃদ্ধিতে সাহায্য করা যাবে, এবং পাঠক্রমের শেষে একটি মুনাফা ভিত্তিক নম্বর প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে। এই নম্বর প্রথার মাধ্যমেই নির্ধারিত হবে পাঠক্রমের সাফল্য, ও যৌক্তিকতার মাপকাঠি।
প্রদীপ পাল
Share your comments