করোনা ভাইরাসের হানায় বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে ধাক্কা খেয়েছে৷ থেমেছে স্বাভাবিক ছন্দ৷ আর সমাজের মূল ভিত্তি কৃষিও এর ব্যতিক্রম নয়৷ সেখানেও পড়েছে এর প্রভাব৷ এমতাবস্থায় থেমে গেলে চলবে না৷ এই প্রতিকূল পরিস্থিতিতে কোন কাজে হাত দিলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো সেইদিকে নজর দিতে হবে৷ আর কৃষকেরা এক্ষেত্রে কৃষিজ ব্যবসা (Agriculture Business Ideas) নিয়ে চিন্তাভাবনা করতে পারেন৷ এই প্রতিবেদনে সেই নিয়েই আলোচনা করা যাক৷
যে কৃষি ব্যবসাগুলিতে আপনি ছোট স্তর থেকে বড় স্তরে পৌঁছতে পারবেন এবং লাভের মুখ দেখতে পারবেন সেগুলি হল-
ফুলের ব্যবসা (Flower Business)- কৃষিকাজে নিজের একটা গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে ফুলচাষ৷ বাজারে সবসময়ই বিভিন্ন ধরণের ফুলের চাহিদা থাকে৷ তাই এই ফুলের ব্যবসায় উপার্জন সম্ভাবনা সর্বদা থাকে৷
ফার্টিলাইজার বিক্রির ব্যবসা (Fertilizer Distribution Business)- এই ব্যবসা বেশিরভাগ ক্ষেত্রে সরকারের দ্বারা পরিচালিত হলেও এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারলে লাভের সম্ভাবনা থাকে৷
অর্গ্যানিক ফার্ম গ্রীন হাউস (Organic Farm Green House)- গত কয়েক বছর ধরে এর চাহিদা বৃদ্ধি পেয়েছে৷ রাসায়নিক এবং ফার্টিলাইজারের মাধ্যমে চাষ করা ফসল বা সবজি বা ফলের থেকে অনেকের শারীরিক সমস্যায় পড়ার আশঙ্কা থাকে৷ ফলত, এইসব রাসায়নিক এড়িয়ে জৈবিক পদ্ধতিতে চাষ আরও বেশি করে জনপ্রিয় হয়ে উঠছে৷ তাই এই অরগ্যানিক বা জৈবিক পদ্ধতিতে চাষ করা ফসল আপনাকে নিরাশ করবে না৷
মুরগী পালন (Poultry Farming)- এই মুরগী পালন বা পোল্ট্রি ফার্মিং-এর ব্যবসাও বেশ লাভজনক৷ সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক পদ্ধতি অবলম্বন করে এটি করতে পারলে আপনার মুনাফা নিশ্চিত৷ কৃষি ব্যবসার ক্ষেত্রে এটি দ্রুত গতিতে নিজের জায়গা করে নিচ্ছে৷
মাশরুম চাষ (Mushroom Farming)- মাশরুম চাষের ব্যবসা শুরু করতে পারলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি উপার্জন করতে পারবেন৷ এই ব্যবসার শুরুতে বেশি পুঁজি বিনিয়োগ করার প্রয়োজনও পড়ে না৷ তাই অনেকেই এখন এই ব্যবসার দিকে ঝুঁকছেন৷ তবে সঠিক পদ্ধতি মেনে তবেই তা করতে হবে৷ আপনার মাশরুমের গুনমান এবং চাহিদা অনুযায়ী বাজারে তার সহজলভ্যতা, এই দুই ঠিক থাকলে আপনার এই কৃষিজ ব্যবসা রমরমিয়ে চলবে৷
এছাড়াও আরও বহু উপায় রয়েছে কৃষি ব্যবসায়৷ তবে পুঁজি কম থাকলে উপরোক্ত উপায়গুলি অবলম্বন করতে পারেন৷ এতে বিনিয়োগ যেমন খুব কম করতে হবে, তেমনই কম সময়ের মধ্যে উপার্জন এবং লাভের সম্ভাবনাও রয়েছে৷
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন- বর্ষাকালে মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে শুরু করুন এইসব ব্যবসা (Business in Monsoon), প্রচুর মুনাফা
Share your comments