গরমকাল চলছে, আর পুজোও প্রায় দোরগোড়ায়, এবার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলাই যায়। পরিবার, বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে লম্বা ভ্যাকেশন বা ছোটোখাটো ট্যুরে বেরিয়ে পড়তেই পারেন। গরমের সঙ্গে মোকাবিলা করে নিজের স্টাইল স্টেটমেন্টকে বজায় রাখতে কোন জিনিসগুলি অবশ্যই সঙ্গে রাখবেন, জেনে নিন।
ফেস ওয়াইপ
গরম মানেই ঘাম, যাতে মেক-আপ আর মজা দুটোই মাটি হয়ে যায়। তবে ফেস ওয়াইপ যদি সঙ্গে রাখেন, তাহলে আপনি যেখানেই থাকুন আর যাই করুন না কেন, অনেকটাই নিশ্চিন্ত থাকবেন। অবশ্যই ওয়েট ফেস ওয়াইপ ব্যবহার করবেন, এতে ওয়াইপে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ফোম ত্বকের নোংরা, ধুলোময়লা, তেল পরিষ্কার ভাবে বের করে দেয়।ফলে গরমেও আপনার ত্বক থাকে পরিষ্কার।
ড্রাই শ্যাম্পু
ড্রাই শ্যাম্পু যখন তখন ব্যবহার করতে পারবেন। তাই এটি সঙ্গে রাখা খুব জরুরি। গরমকালে চুল খুব তেলতেলে হয়ে যায়, এবার বেড়াতে গেলে সবসময় সব জায়গায় শ্যাম্পু করা সম্ভব হয়না, তাই চুল ড্রাই এবং ফ্রেশ রাখতে ড্রাই শাম্পু অত্যন্ত জরুরি, এটি যখন তখন যেখানে সেখানে ব্যবহার করা যায়।
সানস্ক্রিন
সানস্ক্রিন গায়ের রংকে পুড়তে দেয় না। সাথে সাথে এটি ত্বককে সূর্যের বিভিন্ন ক্ষতিকারক রশ্মি থেকেও বাঁচায়। সেইসঙ্গে এটি ব্যবহার করলে ত্বকে একটা হালকা ভাব থাকে।
ওয়াটারপ্রুফ মাস্কারা
গরমে ঘাম হয়, ফলে চোখের মেক-আপ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে ওয়াটারপ্রুফ মাস্কারাই একমাত্র আপনার চোখের সৌন্দর্য ধরে রাখতে পারে।
গ্লিটার
ভ্যাকেশনে বা নাইট আউটে গেলে চোখে এবং নখে গ্লিটার ব্যবহার করতেই পারেন। এতে আপনার লুকস বাড়তি মাত্রা পাবে।
- Sushmita Kundu
Share your comments