এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 25 June, 2020 1:00 PM IST

কৃষিকাজ বা চাকরির বাইরে বা তার পাশাপাশি যারা বিকল্পের কথা ভাবছেন, তারা নিজস্ব ব্যবসা ছোট স্তরে শুরু করার পরিকল্পনা করতে পারেন৷ বিশেষ করে যারা গ্রামে রয়েছেন, একেবারে কম পুঁজি বিনিয়োগে (Low Investment) অনেকেই নিচের এই ব্যবসাগুলি (Business in Village)  শুরু করে দিতে পারেন৷ এই প্রতিবেদনে বিভিন্ন ধরণের ব্যবসার বিষয়ে তুলে ধরা হল৷ এবার প্রশ্ন উঠতে পারে গ্রামে চলতে পারে এমন ব্যবসা কোনগুলি?

প্রথমেই আপনি যে গ্রামে ব্যবসা শুরুর পরিকল্পনা করছেন, সেই গ্রাম সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে৷ সেই গ্রামের বাসিন্দা হলে পরিচিতির দিক থেকে অতিরিক্ত সুবিধা পেতে পারবেন আপনি৷

সাইকেল এবং মোটরসাইকেল রিপেয়ারিং (Bicycle And Motorcycle Repairing Center)-

একটা বিষয় নিশ্চয় খেয়াল করে থাকবেন যে গ্রামে বেশিরভাগ মানুষের ভরসাই হল তার সাইকেল৷ এক স্থান থেকে অন্যস্থানে যাওয়া হোক বা ছোট স্তরে পণ্য পরিবহণ হোক, সাইকেল প্রায় সকলের বাড়িতেই এক বা একাধিক সংখ্যায় থাকে৷ থাকে মোটরসাইকেলও৷ এমতাবস্থায় আপনি গ্রামেই সাইকেল এবং মোটরসাইকেল রিপেয়ারিং (Bicycle And Motorcycle Repairing Center) বা তা ঠিক করার একটি সেন্টার বা দোকান খুলতে পারেন এবং সেই সঙ্গে এইসব যানবাহনের পার্টস রাখতে পারেন, এতে আপনার ব্যবসা দাঁড়িয়ে যেতে পারে৷ 

পণ্যসামগ্রীর দোকান (General Store)

গাড়ি রিপেয়ারিং-এর ব্যবসা করতে না চাইলে আপনি নিজস্ব দোকান খুলতে পারেন, যেখানে পণ্যসামগ্রীর ব্যবসা আপনি করতে পারবেন৷ জেনারেল স্টোরে আপনি আপনার পুঁজি অনুযায়ী এবং গ্রামের চাহিদার কথা মাথায় রেখে পণ্যসামগ্রী রাখতে পারবেন৷ এতে আপনার বিক্রি ভালো হবে৷ সঠিকভাবে করতে পারলে এর থেকে আপনি প্রায় ৫০-৬০ হাজার টাকা উপার্জন করতে পারবেন৷

কসমেটিকস্-এর দোকান (Cosmetic shop)

কসমেটিকস্-এর জন্য গ্রামের মহিলাদের অনেকক্ষেত্রেই শহরের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়৷ সকলেই অনলাইনে অর্ডার করার মতো সুযোগও পান না৷ তাই এক্ষেত্রে আপনি চাইলে গ্রামে কসমেটিকস্-এর দোকান খুলতে পারেন৷ মহিলাদের থেকে অর্ডার নিয়ে, তাদের পছন্দমতো বা যে জিনিস বেশি বিক্রি হচ্ছে তা আরও বেশি করে এনে রাখতে পারেন নিজের এই দোকানে৷ কসমেটিকস্-এর চাহিদা সারাবছরই থাকে৷ এবং এই ব্যবসা করে অনেকে মাসে উপার্জনের পাশাপাশি প্রচুর লাভের মুখও দেখেন৷

সবজি কেনা-বেচার ব্যবসা (Grain Purchase Sales Business)

গ্রামে এই সবজি কেনা-বেচার ব্যবসা লাভজনক হতে পারে৷ এতে বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না৷ তবে এর জন্য একটি গোডাউনের প্রয়োজন পড়বে৷ যেখানে আপনি সবজি ঠিকভাবে রাখতে পারবেন৷ তবে অবশ্যই তা যেন নষ্ট না হয়ে যায় সহজে সেই ব্যবস্থাও করতে হবে আপনাকে৷

ফোটোকপি এবং ফটোগ্রাফির ব্যবসা (Photocopy & Photography Business)

গ্রামে আপনি ফটোকপি এবং ফটোগ্রাফির দোকান খুলতে পারেন৷ তবে এই ব্যবসা শুরু করার জন্য ফটোগ্রাফি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক৷ সেই সঙ্গে ভিডিওগ্রাফি শিখে, সেই ব্যবসাও শুরু করতে পারেন একইসঙ্গে৷ বিভিন্ন অনুষ্ঠানে এই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রচুর চাহিদা রয়েছে শহর থেকে গ্রাম সর্বত্র৷ তাই এই ব্যবসা আপনাকে নিরাশ করবে না৷ আর এতে উপার্জন ভালো হয়৷ গ্রামে যুবকরা তাই নিজস্ব ব্যবসা শুরু করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- চিপস্ তৈরির ব্যবসায় (Chips Making Business) প্রচুর উপার্জনের সুযোগ, আজই শুরু করুন

English Summary: To earn more start these five businesses in village
Published on: 25 June 2020, 01:00 IST